১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ
ডাকঘরঃ নওয়াবেঁকী, উপজেলাঃ শ্যামনগর জেলাঃ সাতক্ষীরা।
‘‘জনগণের অংশগ্রহণে প্রণীত বাজেট ও উন্নয়ন পরিকল্পনা
স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে।’’
বার্ষিক বাজেট ও উন্নয়ন পরিকল্পনা
২০১৫ - ২০১৬
বাস্তবায়নে
১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ
শ্যামনগর, সাতক্ষীরা।
web :- atuliaup.satkhira.gov.bd
সহযোগিতায়
ও |
ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ, এবং নাগরিকের দায়দায়িত্ব ও কর্তব্য
Ø ট্যাক্স প্রদান করা প্রত্যেক বাড়ির মালিকের জন্য বাধ্যতামূলক, ট্যাক্স পরিষদের রশিদ প্রদর্শন করিয়া নাগরিক সেবা গ্রহন করিবেন। ইউনিয়ন পরিষদ এই সকল আদায়কৃত কর বা আয়ের দ্বারা জনগণের জন্য নানাবিধ সেবামূলক কাজ করে থাকে যেমন-রাস্তামেরামত, স্কুল নির্মাণ বা মেরামত, ধর্মীয় উপাসনালয় নির্মান বা মেরামত, বাসস্ট্যান্ড নির্মান বা মেরামত, যাত্রী ছাউনি নির্মান বা মেরামত, আবর্জনা ব্যবস্থাপনা, ইত্যাদি।
Ø পরিচয়পত্র বা নাগরিক সনদপত্র নিতে হলে জন্মনিবন্ধন সার্টিফিকেট বা এর ফটোকপি পরিষদে নিয়ে আসার দরকার।
Ø যে কোন ধরনের সরকারি ত্রান সাহায্য বা ভাতা গ্রহন করতে হলে এবং পরিষদ সংশিষ্ট কোন কাজে (যেমন রিওপা প্রকল্প) ঢুকতে হলে তার আগে বাড়িতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন আছে এবং উহার যথাযথ ব্যবহার করা হয় এই মর্মে ইউপি সদস্যের নিকট হইতে প্রত্যায়নপত্র লাগবে।
Ø দুর্যোগ ঝুঁকি এবং এর ক্ষয় ক্ষতি প্রশমনে নিজে প্রস্তুত হোন এবং অন্যকে প্রস্তুত হতে সচেতন করুন।
Ø দুর্যোগ ঝুঁকি প্রশমনে গাছ অমূল্য সম্পদ। নিজে গাছ লাগান এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করুন।
Ø সাধারণভাবে সকলকে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও তার ব্যবহারসহ সামগ্রিক স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত পানি ব্যবহার করা দরকার। খাওয়ার আগে ও পরে এবং পায়খানায় যাওয়ার পরে ভালভাবে সাবান বা ছাই দিয়ে দুই হাত উত্তমরূপে ধুতে হবে।
Ø মানুষ চলাচলের রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এরূপ কাজ করা থেকে বিরত থাকতে হবে। যখন তখন রাস্তার ক্ষতি করাসহ জনগণের চলাচলে ক্ষতি হয় এরূপ কাজ করা থেকে বিরত থাকতে হবে। রাস্তার উপর সেজিকাঁটা দেওয়া, বেড়া দেওয়া, কাট দেওয়া, নাড়া বা কুটার গাদী দেওয়া বা অন্য যে কোনভাবে রাস্তায় নির্বিঘ্নে চলাচলের ক্ষেত্রে কোনরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না করা ।
Ø পানি নিষ্কাষনের জন্য সরকারি খাস খালে আড়ে বাঁধ দিয়ে নেট বা পাটা দিয়ে পানি সরবরাহে কোনরূপ বাঁধা সৃষ্টি না করা ।
Ø কোনক্রমেই বাড়ির কেউ যাতে খোলা জায়গায় মল ত্যাগ না করে তা নিশ্চিত করতে হবে।
Ø মৃত পশু-পাখি মাটিতে গর্ত করে পুতে ফেলতে হবে।
জাতীয় সংসদ সদস্যের বাণী
প্রিয় শ্যামনগর উপজেলা বাসী,
আচ্ছালামু আলাইকুম।
আমার নির্বাচনী এলাকা- ১০৮, সাতক্ষীরা- ৪ এর অন্তর্গত শ্যামনগর উপজেলাধীন ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠানের জন্য চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন। মুক্ত আলোচনার মাধ্যমে ২০১৫-২০১৬ অর্থ বছরের গৃহীত কর্ম পরিকল্পনা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো গতিশীল ও শক্তিশালী করবে বলে আমি মনে করি। সাথে সাথে ইউনিয়ন পরিষদকে সেবামুলক কার্যক্রম তৃণমুল পর্যায়ের জনগণের দোরগড়ায় পৌঁছানো সম্ভব হবে বলে আমার বিশ্বাস। স্থানীয় সরকারকে গতিশীল করার জন্য বর্তমান মহাজোট সরকারের সকল উন্নয়ন ও সেবামুলক কার্যক্রম স্থানীয় জন প্রতিনিধিদের স্বচ্ছতা জবাব দিহিতার মানসে গৃহীত পদক্ষেপে আমি সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ।
১০নং আটুলিয়া ইউনিয়নের সকল সত্মরের জনগণের প্রতি রইলো আমার আন্তরিক শ্রদ্ধা, ভালবাসা ও প্রাণঢালা অভিনন্দন।
ধন্যবাদান্তে
এস,এম জগলুল হায়দার
জাতীয় সংসদ সদস্য
১০৮, সাতক্ষীরা- ০৪।
উপজেলা চেয়ারম্যানের বাণী
সুপ্রিয় আটুলিয়া ইউনিয়নবাসী,
আসসালামু আলাইকুম
শ্যামনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি ‘সুন্দরবন’ সংলগ্নে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী ১০নং আটুলিয়া ইউনিয়ন শিক্ষা-দীক্ষা, ক্রীড়া-সংস্কৃতি ইত্যাদি নানা কারণে সুপরিচিত। উপকূলীয় এলাকায় অবস্থানের কারণে প্রতিনিয়ত ঝড়, বন্যা, জলোচ্ছাস, লবনাক্ততাসহ নানাবিধ প্রতিকূলতার সাথে যুদ্ধ করে বেঁচে আছে এ এলাকার মানুষ। আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রকাশ্য জনঅংশগ্রহনে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট অধিবেশনের মতো কার্যক্রম বাসত্মবায়ন করছে জেনে আমি সত্যিই আনন্দিত। দীর্ঘ ১৪১ বছর ধরে চলমান স্থানীয় সরকারের এই ব্যবস্থা, জনগণের সামনে সরকারী হিসাব নিকাশ প্রকাশ, এবং জনগণের অংশগ্রহনে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট ঘোষনা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহীতার একটি বড় প্রমান।
আটুলিয়া ইউনিয়ন পরিষদ ২০১৫-১৬ অর্থবছরের প্রকাশ্য বাজেট অধিবেশন ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভায় তাদের সকল হিসাব, কার্যক্রম জনগণের কাছে তুলে ধরছে এবং জনগণের মতামতের ভিত্তিতে বাজেট প্রনয়ন করছে যা স্থানীয় সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখছে বলে আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি এভাবে কাজ করতে পারলে স্থানীয় সরকার হিসাবে ইউনিয়ন পরিষদ তার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং দুর্যোগ প্রবণ ও বিপদাপন্ন এই গ্রাম্য উন্নয়ন তরান্বিত করতে পারবে।
ইউনিয়নের সকলের মঙ্গল ও উন্নতি কামনাকরি।
গভীর আন্তরিকতায়-
আলহাজ্জ মাওঃ আব্দুল বারী
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
শ্যামনগর, সাতক্ষীরা।
উপজেলা নির্বাহী অফিসারের বাণী
প্রিয় ইউনিয়নবাসী
ভৌগলিক অবস্থান ও বৈশিষ্ট্যের কারনে বাংলাদেশ অতিমাত্রায় দুর্যোগ প্রবণ। পৃথিবীব্যাপী আবহাওয়া ও জলবায়ুর ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এর ফলে বাংলাদেশে প্রাকৃতিক দূর্যোগ পরিস্থিতি আরো বেশী ভয়াবহ এবং অবনতিশীল হচ্ছে। ভৌগোলিক কারণে উপকুলের সীমানায় অবস্থিত শ্যামনগর অঞ্চালের মানুষ, অর্থনীতি, কৃষিব্যবস্থা এবং পরিবেশ সব থেকে বেশী দূর্যোগ বিপদাপন্নতায় রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের প্রায় সবকটিই এখানে আঘাত হেনেছে। ফলে বিসত্মীর্ণ এলাকা বিশেষ করে দক্ষিন-পশ্চিম উপকুলীয় অঞ্চলের কৃষি ব্যবস্থা, শিল্প, মৎস্য সম্পদ, বনভূমি, লোকবসতি ও ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ সুন্দরবন তীব্র লবনাক্ততার কারণে আজ ধ্বংশের পথে।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্র ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন সংলগ্ন ঐতিহ্যবাহী ১০নং আটুলিয়া ইউনিয়ন শিক্ষা-দীক্ষা, ক্রীড়া-সংস্কৃতি ইত্যাদি নানা কারণে ঐতিহ্যমন্ডিত। ইউনিয়নের পূর্বপাশ দিয়ে কুলকুল করে বয়ে গেছে জোয়ারভাটার নদী খোলপেটুয়া। আমরা যদি একুট গভীর ভাবে চিন্তাকরি এবং দেখি তাহলে সহজেই বুঝতে পারি জলবায়ু পরিবর্তনের কারণে খোলপেটুয়া নদীর তীরে বসবাসকারী জনগোষ্ঠীর আজকে কি অবস্থার সৃষ্ঠি হচ্ছে। এই এলাকায় বসবাসকারী মানুষ সুদূর অতীতকাল থেকেই লবনাক্ততাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের মোকাবেলা করে আসছে। জলবায়ু পরিবর্তনজনিত বাড়তি দূর্যোগ মোকাবেলায় স্থানীয় কৌশল গুলোর আরও প্রচার ও প্রসারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
২০০৯ সালের প্রলয়ংকারী আইলা’র প্রভাব এখনোও রয়েছে। শুধু মানুষের অন্তরে নয়, বিস্তীর্ণ এলাকাজুড়ে তাকালে তা অনুভব করা যায়। কিন্তু এই দূরাবস্থাকে মেনে নিয়ে বসে থাকলে আমাদের চলবে না। কি ভাবে কি করে এই বৈরী আবহাওয়ার সাথে খাপ খাওয়ায়ে টিকে থাকা যাবে তা আমাদেরকেই খুঁজে বের করতে হবে। এই ইউনিয়নের সকলের সমন্বিত উদ্যোগই বসবাসরত দক্ষিন-পশ্চিম উপকুলের লবণাক্ত অঞ্চলের মানুষের দূর্দশা কমানো ও সম্পদ ব্যবস্থাপনার সুষ্ঠু ব্যবস্থা করে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটানো সম্ভব।
ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্তবাজেটের গুরুত্ব অপরিসীম। ইউনিয়ন পরিষদই হলো তৃণমূল পর্যায়ের নিজস্ব স্থানীয় সরকার প্রতিষ্ঠান। অবকাঠামোসহ শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, বিচার-সালিশ উন্নয়ন ব্যবস্থাপনাসহ নানাবিধি উন্নয়নমূলক কাজ এ প্রতিষ্ঠানের নেতৃত্বে বাস্তবায়িত হয়ে আসছে। অত্র ইউনিয়নটি ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট জনসম্মুখে প্রকাশ করবে শুনে আমি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।
২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়নে আটুলিয়া ইউনিয়নবাসীকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দেবে বলে আমার বিশ্বাস। সাথে সাথে যারা অক্লান্তপরিশ্রম করে এই বাজেট প্রণয়ন করছে সেই আটুলিয়া ইউনিয়ন পরিষদ কে জানাই আন্তরিক অভিনন্দন।
ধন্যবাদান্তে
উপজেলা নির্বাহী অফিসার
শ্যামনগর, সাতক্ষীরা।
চেয়ারম্যানের বানী
‘‘রবীন্দ্রনাথের সোনার বাংলা
নজরুলের বাংলাদেশ
জীবনানন্দের রূপসী বাংলা
রূপের যে তার নেইকো শেষ।’’
প্রাণপ্রিয় ইউনিয়নবাসী,
আসসালামু আলাইকুম,
সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নামটি খোদাই করতে রক্ত দিতে হয়েছে কতনা মায়ের সোনার টুকরোদের। তাদের রক্তের প্রতিদানে আজ আমর মাথা উচু করে বেঁচে আছি স্বগৌরবে।
প্রিয় এলাকাবাসী,
বাংলাদেশের সর্বদক্ষিনে বঙ্গোপসাগরের উপকুলে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন সংলগ্ন এক বিশাল ঐতিহ্যবাহী জনপদ তথা ইউনিয়নের অবস্থান। যার নাম ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ। ভৌগোলিক কারণে উপকুলের সীমানায় অবস্থিত শ্যামনগরের এই অঞ্চালের মানুষ, অর্থনীতি, কৃষিব্যবস্থা এবং পরিবেশ সব থেকে বেশী দূর্যোগ বিপদাপন্নতায় রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের প্রায় সবকটিই এখানে আঘাত হেনেছে। গত ২৫শে মে ২০০৯ সালের ‘আইলা’ নামক আপদ খোলপেটুয়া ও চুনা নদীর বেঁড়ীবাধ ভেঙ্গে এ এলাকায় একটি স্থায়ী দূর্যোগ পরিস্থিতি সৃষ্টি করেছে, ধ্বংস করেছে এলাকার অবকাঠামো, সুপেয় পানি, জীবিকায়নের উৎস, কৃষি ব্যবস্থা, প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশ, ইত্যাদি। শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ‘অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, এবং শিক্ষার মাধ্যমে এই জনপদে দুর্যোগ সহনশীলতা উন্নয়নে অক্সফ্যামের সহযোগিতা করছে। এই ইউনিয়নের জনপ্রতিনিধি হিসাবে এবং অত্র ইউনিয়নের পক্ষ থেকে আমি স্বাগত জানাই দক্ষিনবঙ্গের সর্ববৃহৎ সহযোগী প্রতিষ্ঠান ‘সুশীলন’- কে। তৃণমূল পর্যায় থেকে সুশীলন দীর্ঘদিন ধরে আটুলিয়া ইউনিয়নের মানুষের জীবন জীবিকার মান, দুর্যোগ সহনশীলতা ও মানবিক উন্নয়নের জন্য কাজ করে আসছে।
প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থাকা সত্তেও শিক্ষা-দীক্ষা, ক্রীড়া - সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যে শ্যামনগর উপজেলার মধ্যে অন্যতম একটি জায়গায় এই ইউনিয়নটি আসতে পেরেছে সে জন্য আলস্নাহর দরবারে শুকরিয়া জানাই। বাজেট হলো একটি সুষ্ট্য উন্নয়ন পরিকল্পনা এবং আয় ব্যয়ের হিসাব। ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বাজেটের গুরম্নত্ব অপরিসীম। যদিও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও আইলা বিধস্তএই জনপদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন খুবই দূরূহ কাজ।
ভয়াবহ দূর্যোগ ‘আইলা’ পরবর্তী সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বাত্নক সহযোগীতার পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংগঠনের অবদানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। তাদের সহযোগীতা না পেলে এত দ্রম্নত এহেন দূর্যোগ মোকাবেলা করা সম্ভব হত না। ২০১৫ - ২০১৬ অর্থ বছরের বাজেটে অত্র ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্যানিটেশন, বিচার-শালিস, রাস্তা-ঘাট, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দূর্যোগ ঝুঁকি মোকাবেলা ও ব্যবস্থাপনাসহ নানাবিধি উন্নয়নমূলক কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে সংশ্নিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা কামনা করি।
প্রিয় ইউনিয়নবাসী, পরিশেষ আমি আপনাদেরকে বলতে চাই এই ইউনিয়ন আপনাদের। বাজেট বাস্তবায়নের দায়িত্ব কেবল ইউনিয়ন পরিষদের নয় আপনাদেরও। সুশীলনের রি-কল প্রকল্প ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের ২০১৫ - ১৬ অর্থ বছরের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সচেতন ও উদ্বুদ্ধ করে ইউনিয়নবাসীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তোলার দায়িত্ব আপনাদের নিতে হবে। সঠিক পরিকল্পনা বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।
ধন্যবাদান্তে
আলহাজ্ব ডাঃ এ, কে, এম, আঃ হামিদ
চেয়ারম্যান, ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ
শ্যামনগর, সাতক্ষীরা।
উন্মুক্ত বাজেটঃ
বাজেট বলতে আয় ও ব্যয়ের সুবিন্যাসত্ম হিসাবকে বুঝায়। ব্যক্তি তার বিভিন্ন উৎস থেকে যে আয় পায় তা কিভাবে বিভিন্ন দ্রব্য ক্রয় করে ব্যয় করে তা যদি সুশৃঙ্খল ভাবে সাজানো হয় তাই হবে ব্যক্তিগত বাজেট। একই ভাবে সরকার/স্থানীয় সরকার এক বৎসরে বিভিন্ন উৎস থেকে কত টাকা আয় করতে চায় ও ব্যয় করতে তার সুবিন্যাস্তহিসাবকে সরকার/ স্থানীয় সরকার বাজেট বলে। বাজেট হলো নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক পরিকল্পনা সহজ ভাবে বলা যায় বাজেট স্থানীয় সরকারের প্রকৃত অবস্থার প্রতিফলন এবং অর্থনৈতিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরা।
ইউনিয়ন পরিষদের বাজেট কি ?
স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮৩ এর ৪৭ ধারা অনুযায়ী বাজেটের মূল বৈশিষ্ট হলো আর্থিক বছর শুরুহওয়ার আগে নিদিষ্ট পন্থায় ঐ বছরের ইউনিয়ন পরিষদের সম্ভব্য আয় ও ব্যায় সংক্রামত্ম হিসাবের বিবরনী তৈরী করা। ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির দিকে লক্ষ রেখে বাজেট প্রনয়ন করা ইউনিয়ন পরিষদের অন্যতম বাধ্যতামূলক কাজ।
জনঅংশগ্রহণ মূলক বাজেট প্রণয়নের যৌক্তিকতাঃ
সরকারী নিয়ম অনুযায়ী প্রতিবছর ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজের আয়-ব্যায়ের হিসাব দিয়ে বাজেট করতে হয়। যেখানে জনগনের কোন অংশীদারিত্ব থাকে না সেখানে ইউনিয়নের চাহিদা মত উন্নয়ন মূলক কাজ হয় না। সে জন্য সরকার জাতীয় পর্যায়ের পরিকল্পনার পাশাপাশি স্থানীয় পর্যায়ে অংশগ্রহনমূলক পরিকল্পনার উপর গুরুত্ব দিচ্ছে। অংশগ্রহণ হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে একাধিক ব্যক্তি/ গোষ্টি কোন সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য তথ্য আদান প্রদান, সম্পদ সংগঠিত করন ও কার্যসম্পাদনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থাকে। যে পরিকল্পনা জনগণের সরাসরি অংশগ্রহনের মাধ্যমে প্রনয়ন করা হয় তাকেই অংশগ্রহণ মূলক পরিকল্পনা/বাজেট বলে। অংশগ্রহণ মূলক স্থানীয় পরিকল্পনা প্রণয়ের কাজের গুনগতমান ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অপরিহার্য। এর গুরুত্ব উপলব্দি করে আটুলিয়া ইউনিয়ন বিগত বছরের মত এ বছরও জন অংশগ্রহন মূলক বাজেট করতে চলেছে।
বাজেটের লক্ষ্যঃ আটুলিয়া ইউনিয়ন পরিষদের বাজেট প্রক্রিয়ায় জনঅংশগ্রহণ বৃদ্ধি পূর্বক সকল শ্রেণীর জনগনের জীবন যাত্রার মান উন্নয়ন ও দারিদ্র বিমোচন করা।
বাজেটের উদ্দেশ্যেঃ
· জনগণের কাছে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা।
· জনগণের অনুভূতির চাহিদার গুরুত্ব আরোপ করা।
· স্থানীয় সম্পদ চিহ্নিতকরন, আহরন ও কাজে লাগানো।
· স্থানীয় প্রযুক্তির যথাযথ প্রয়োগ।
· উন্নয়ন কর্মকান্ডে জনগণের অংশগ্রহন করানো।
· ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক উন্নয়ন সাধন।
· সরকারী নীতিমালার যথাযথ প্রয়োগ।
· জনগনের আস্থার প্রতিফলন ঘটানো।
· অবকাঠামোগত ও মানবিক উন্নয়ন ঘটানো।
· ইউনিয়নের উন্নয়নে জনগণের করণীয় বিষয় জানানো।
ইউনিয়ন পরিষদের আয়ের উৎসঃ গ্রামীণ জনগণের আর্থ-সামজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনগন ও সরকার হতে প্রাপ্ত অর্থই হচ্ছে ইউনিয়ন পরিষদের আয়ের মূল উৎস। বিধান অনুযায়ী পরিষদের আয় মুলত তিনটি উৎস হতে হয়ে থাকে। যথাঃ (১) রাজস্ব আয় (২) সরকারী আয় ও (৩) অন্যান্য উৎস।
রাজস্ব আয়ঃ স্থানীয় সরকারের অধ্যাদেশ ১৯৮৩ ও স্থানীয় সরকার (সংশোধনী) আইন ১৯৯৩ এবং সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদকে রাজস্ব আয়ের ক্ষেত্রে নিম্মোক্ত ক্ষমতা দেওয়া হয়।
(ক) বাড়ীর বার্ষিক মূল্যের উপর কর।
(খ) পেশা, ব্যবসা, এবং বৃত্তির উপর কর।
(গ) পরিষদ কর্তৃক অনুমোদিত লাইসেন্স, এবং পারমিটের জন্য ফি।
(ঘ) হাট বাজার ফেরী হতে ফি।
(ঙ) স্থাবর সম্পত্তি হস্তন্তর কর ১%।
(চ) সিনেমা, নাটক, থিয়েটার, প্রদর্শনী, এবং এ ধরনের প্রমোদ কর।
অন্যান্যঃ (ক) কোন ব্যক্তির অনুমোদন প্রাপ্তি (খ) সম্পত্তির আয়
উপরোক্ত অনুমোদনের ও পরিষদের অর্জনের ভিত্তিতে ইউনিয়নের উন্নয়ন নির্ভর করে। ইউনিয়ন পরিষদকে আয়ের একমাত্র উৎস বলা যায় ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স আদায়ের উপর ইউনিয়নের উন্নয়ন নির্ভর করে। সুতরাং ইউনিয়ন পরিষদ জনগণের প্রতিষ্ঠান এই ধারনা জনগণকে অর্জন করতে হবে। এবং নিজের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব জনগণের।
একনজরে আটুলিয়া ইউনিয়ন পরিষদঃ সীমান্তঃপশ্চিমে ২নং কাশিমাড়ী ইউনিয়ন, উত্তরে আশাশুনী উপজেলার প্রতাপনগর, পূর্বে ১১নং পদ্মপুকুর ইউনিয়ন, দক্ষিণে বুড়িগোয়লিনী ও ঈশ্বরীপুর ইউনিয়ন। ইউনিয়নের পূর্বপাশ দিয়ে কুলকুল করে বয়ে গেছে জোয়ারভাটার নদী খোলপেটুয়া। ইউনিয়ন পরিষদ ভবণ হতে মাত্র সাড়ে ৮ কিলোমিটার এবং ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া ও বড়কুপট গ্রামদ্বয়ের মাত্র দেড় কিলোমিটার দূরে সুন্দরবনের সীমানা শুরু।
ইউনিয়ন পরিষদের ১০টি বাধ্যতামূলক কাজ
১। আইন -শৃঙ্খলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনের সহায়তা করা।
২। অপরাধ, বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা।
৩। কৃষি, বৃক্ষ রোপন, মৎস্য ও পশু পালন, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।
৪। পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
৫। স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
৬। জনগণের সম্পত্তি যথা - রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন করা।
৭। ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
৮। স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
৯। জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা।
১০। সব ধরনের শুমারী পরিচালনা করা।
ইউনিয়ন পরিষদের ১৩টি ষ্টান্ডিং কমিটি
1) অর্থ ও সংস্থাপন
2) হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষণ
3) কর নিরূপন ও আদায়
4) শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
5) কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ
6) পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষন, ও রক্ষনাবেক্ষন ইত্যাদি
7) আইন- শৃঙ্খলান রক্ষা
8) জন্ম -মৃত্যু নিবন্ধন
9) স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশন
10) সমাজকল্যান ও দূর্যোগ ব্যবস্থাপনা
11) পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষন ও বৃক্ষরোপন
12) সংস্কৃতি ও খেলাধুলা
13) পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যান (পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের জন্য প্রয়োজন হইবে না।)
ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা (ইউডিএমসি) কমিটি গঠন
১। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান | সভাপতি ১জন |
২। ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ | সদস্য ১১ জন |
৩। শিক্ষক প্রতিনিধি (সভাপতি কর্তৃক মনোনীত) | সদস্য ১ জন |
৪। ইউনিয়ন পর্যায়ে সরকারী কর্মকর্তা/কর্মচারী (উপসহকারী কৃষি অফিসার, ইউনিয়ন পরিবার কল্যান ও স্বাস্থ্য কেন্দ্রর প্রধান, ইউনিয়ন ভূমিসহকরী অফিসার, বি.আর.ডি.বি মাঠ কর্মী, সমাজ সেবা প্রতিনিধি) | সদস্য ৭ জন |
৫। দুঃস্থ মহিলা প্রতিনিধি (সভাপতি কর্তৃক মনোনীত) | সদস্য ১ জন |
৬। ঘূণিঝড় প্রস্তুতি কর্মসুচীর (সিপিপি) প্রতিনিধি(যদি থাকে) | সদস্য ১ জন |
৭। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি (যদি থাকে) | সদস্য ১ জন |
৮।এনজিও- এরপ্রতিনিধি(সভাপতিকর্তৃকমনোনীতস্থানীয়, জাতীয়ওআন্তর্জাতিকএনজিও-রপ্রতিনিধি) | সদস্য ১ জন |
৯। কৃষক ও মৎস্যজীবী সমিতির প্রতিনিধি (যদি না থাকে সভাপতি কর্তৃক মনোনীত) | সদস্য ১ জন |
১০। সমাজের গণ্যমান্য ব্যক্তি/সমাজসেবক (সভাপতি কর্তৃক মনোনীত) | সদস্য ১ জন |
১১। মুক্তিযোদ্ধা প্রতিনিধি (মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক মনোনীত) | সদস্য ১ জন |
১২। ইমাম/পুরোহিত/যাজক (সভাপতি কর্তৃক মনোনীত) | সদস্য ১ জন |
১৩। আনসার/ভিডিপি প্রতিনিধি (উপজেলা আনসার ভি.ডি.পি কর্মকর্তা কর্তৃক মনোনীত) | সদস্য ১ জন |
১৪। ইউনিয়ন পরিষদের সচিব | সদস্য সচিব ১জন |
| মোট ৩৬ জন |
স্থানীয় পরিস্থিতি ও বিশেষ অবস্থার প্রেক্ষিতে কমিটির সভাপতি প্রয়োজনবোধে সর্বোচ্চ ৩জন সদস্য কো-অপট করতে পারবেন।
ইউপি ফরম-১ ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট-২০১৫-২০১৬ অর্থ বছর ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ শ্যামনগর,সাতক্ষীরা। | ||||
ক্রঃনং | প্রাপ্তি | পরবর্তী বছরের বাজেট ২০১৪-২০১৫ | চলতি বছরের বাজেট ২০১৩-২০১৪ | পূর্ববর্তী বছরের প্রকৃতি ২০১২-২০১৩ |
1. | জের | ৩৫,০০০/= | ২৫.০৭৫/= | ১৩,৪১৮/= |
2. | গৃহ জমির উপর ট্যাক্স (হাল) | ২,৫০,০০০/= | ২,৫০,০০০/= | ১,১৯,৮০৫/= |
3. | গৃহ জমির উপর ট্যাক্স (বকেয়া) | ৮০,০০০/= | ৭০,০০০/= |
|
4. | পেশা ও বানিজ্য কর (ট্রেড লাইসেন্স) | ১,৫০,০০০/= | ১,৫০,০০০/= | ৫০,৩০০/= |
5. | যানবহনের উপর কর | ৭০,০০০/= | ৭০,০০০/= |
|
6. | হাট বাজার | ৭৫,০০০/= | ৭৫,০০০/= |
|
7. | খোয়াড় ডাক | ১০,৫০০/= | ৯,৫০০/= | ৯,৭৫০/= |
8. | গ্রাম্য আদালত | ১,০০০/= | ৯০০/= |
|
9. | সরকারী সাহায্য | ৫০,৫,০০০/= | ৪,৯৪,৭৯৬/= | ৪,১৭,৭৬৬/= |
10. | জন্ম নিবন্ধন | ২৫,০০০/= | ২০,০০০/= | ৩৮,৬৫০/= |
11. | ভূমি হসত্মামত্মর কর ১% | ৮,৫০,০০০/= | ৪,৫০,০০০/= |
|
12. | বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) | ১৫,২৫,০০০/= | ১০,২৬,০৯৫/= |
|
13. | গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) | ২৮,১০,০০০/= | ১৯,২০,০০০/= |
|
14. | কর্মসংস্থান কর্মসূচী | ১,১০,৮০,০০০/= | ৪৫,৫০,০০০/= |
|
15. | কাবিখা | ৩৫,৩০,০০০/= | ৩০,৪০,০০০/= |
|
16. | কাবিটা | ৯,৫০,০০০/= | ২,৭০,০০০/= |
|
17. | কল্যান তহবিল | ২৫,০০০/= | ২৪,০০০/= |
|
18. | এলজিএসপি-২ | ১৮,৪০,৫০০/= | ১৬,৯০,৫১৮/= |
|
19. | সুদজমা |
|
|
|
20. | বিবিধ | ৮০,০০০/= | ৮০,০০০/= | ৮০০/= |
21. | সর্ব মোট | ২,৩৮,৯২,০০০/= | ১,৪২,৩৯,৭৮৯/= | ৬,৫০,৪৮৯/= |
ইউপি ফরম-১
ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট-২০১৪-২০১৫ অর্থ বছর
১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ
শ্যামনগর,সাতক্ষীরা।
ক্রঃনং | ব্যায় | পরবর্তী বছরের বাজেট ২০১৪-২০১৫ | চলতি বছরের বাজেট ২০১৩-২০১৪ | পূর্ববর্তী বছরের প্রকৃতি ২০১২-২০১৩ |
1. | সেরেসত্মা | ৫০,০০০/= | ৫০,০০০/= | ২৩,২২৫/= |
2. | আদায় কমিশন | ৬৬,০০০/= | ৬৪,০০০/= | ২৩,৪৫৬/= |
3. | গৃহ নির্মানে মঞ্জুরী |
|
|
|
4. | চেয়ারম্যান ও সদস্য/সদস্যাদের ভাতা | ১,৮৭,৮০০/= | ১,৫৫,৭০০/= | ১,১৬,৭৭৫/= |
5. | সচিবের বেতন | ১,৩২,০০০/= | ১,২৩,৪৯৬/= | ১,১৩,৮৯১/= |
6. | গ্রাম পুলিশের বেতন | ২,০৭,৬০০/= | ২,১৫,৬০০/= | ১,৮৭,১০০/= |
7. | ঝাড়ুদারের বেতন | ১৭,৪০০/= | ১৭,৪০০/= | ১৬,৮০০/= |
8. | উন্নয়ন পুরম্নস্কার ব্যায় | ১০,০০০/= |
|
|
9. | ব্যাংক চার্জ |
|
| ৫৮০/= |
10. | বিদ্যুত বিল | ২০,০০০/= | ২০,০০০/= | ১৫,৯৮২/= |
11. | মটর সাইকেল জ্বালানী খরচ | ৮,০০০/= | ৮,০০০/= |
|
12. | ইউপিনিজস্বরক্ষনাবেক্ষন | ১,০০,০০০/= | ১,০০,০০০/= | ৭১,১০০/= |
13. | ভূমি হসত্মামত্মর কর ১% | ৮,৫০,০০০/= | ৪,৫০,০০০/= |
|
14. | চেয়ারম্যান ও সচিবের ভ্রমন ভাতা | ১৪,০০০/= | ৬,০০০/= |
|
15. | বৃক্ষরোপন | ২০,০০০/= | ২০,০০০/= |
|
16. | শিক্ষাখাতে ব্যায় | ৭০,০০০/= | ২০,০০০/= |
|
17. | ক্রীড়া সংস্কৃতি ব্যায় | ২৫,০০০/= | ১২,৫০০/= |
|
18. | ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনায় ব্যায় | ১,০০,০০০/= | ১,০০,০০০/= |
|
19. | প্রচার ব্যায় | ৪,০০০/= | ৪,০০০/= | ২,৯০০/= |
20. | ওয়াটার ও স্যানিটেশন | ৫০,০০০/= | ৫০,০০০/= |
|
21. | কৃষিক্ষেত্রে | ১৫,০০০/= | ১৫,০০০/= |
|
22. | সংবাদ পত্র বিল | ৩,৭০০/= | ৩,৬০০/= |
|
23. | দরিদ্র সাহায্য | ২০,০০০/= | ১৯,৯৫০/= |
|
24. | কল্যান মূলক সেবা | ২০,০০০/= | ২০,০০০/= |
|
25. | এলজিএসপি-২ | ১৮,৪০,৫০০/= | ১৬,৯০,৫১৮/= |
|
26. | আপ্যায়ন | ২৫,০০০/= | ১৫,০০০/= | ৩,১৯১/= |
27. | কমিউনিটি ক্লিনিক | ৫০,০০০/= | ৪০,০০০/= |
|
28. | ওপেন বাজেট ও ওয়ার্ড সভা | ৫০,০০০/= | ৫০,০০০/= |
|
29. | জন্ম নিবন্ধন ও তথ্য ও সেবা কেন্দ্র | ৫৫,০০০/= | ৫৪,০০০/= | ২৬,৫৫৫/= |
30. | বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) | ১৫,২৫,০০০/= | ১০,২৬,০৯৫/= |
|
31. | গ্রামীনঅবকাঠামোরক্ষনাবেক্ষন(টিআর) | ২৭,১০,০০০/= | ১৯,২০,০০০/= |
|
32. | অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী | ১,১০,৮০,০০০/= | ৪৫,৫০,০০০/= |
|
33. | কাবিখা | ৩৫,৩০,০০০/= | ৩০,৪০,০০০/= |
|
34. | কাবিটা | ৯,৩০,০০০/= | ২,৭০,০০০/= |
|
35. | অভিজ্ঞতা বিনিময় সফর | ২০,০০০/= | ২০,০০০/= |
|
36. | জাতীয় ও আমত্মর্জাতিক দিবস উদযাপন | ১৬,০০০/= | ১৬,০০০/= | ১২,৬০০/= |
37. | বিবিধ | ৩০,০০০/= | ৩৫,০০০/= | ৭৩৫/= |
38. | চেয়ারম্যান ও সচিবের মোবাইল বিল | ৮,০০০/= |
|
|
39. | হসেত্ম মজুদ |
|
|
|
40. | উদ্বৃত্ত | ৩২,০০০/= | ১৪,০২৫/= | ৩৫,৫৯৯/= |
41. | সর্ব মোট | ২,৩৮,৯২,০০০/= | ১,৪২,৩৯,৭৮৯/= | ৬,৫০,৪৮৯/= |
২০১৩-২০১৪ অর্থ বছরের প্রকৃত আয় ব্যায়ঃ
আয় | ব্যায় | ||||
ক্রঃনং | খাতের নাম | টাকার পরিমান | ক্রঃনং | খাতের নাম | টাকার পরিমান |
1. | গত বছরের জের | ৪২,১৮৩/= | 1. | ট্যাক্স আদায় কমিশন | ১৪,৫৮০/= |
2. | ট্যাক্স আদায় | ৭২,৯০০/= | 2. | চেয়ারম্যান ও সদস্য ভাতা | ৯৪,৯২৫/= |
3. | চেয়ারম্যান ও সদস্য ভাতা | ১,০৫,৩৭৫/= | 3. | সচিবের বেতন ভাতা | ১,০৯,৪৫৪/= |
4. | সচিবের বেতন ভাতা | ১,০৯,৪৫৪/= | 4. | গ্রাম পুলিশের বেতন | ১,৪৪,০০০/= |
5. | গ্রাম পুলিশের বেতন | ১,৪৪,০০০/= | 5. | ঝাড়ুদারের বেতন | ১৩,২০০/= |
6. | খোয়াড় ডাক | ১০,১৮০/= | 6. | কল্যান তহবিল ব্যায় | ১২,৯৯৪/= |
7. | ট্রেড লাইসেন্স | ৪৩,৮০০/= | 7. | জন্ম নিবন্ধন ব্যায় | ৭,৭২৫/= |
8. | কল্যান তহবিল | ১২,৩১৫/= | 8. | বিদ্যুত খরচ | ৮,৮০৫/= |
9. | জন্ম নিবন্ধন | ১১,৩০০/= | 9. | রক্ষনাবেক্ষন | ৬০,২৭০/= |
10. | হলরুম ভাড়া | ৪,৩০০/= | 10. | ক্রীড়া | ১,৫০০/= |
11. |
|
| 11. | সেরেসত্মা | ১৮,৯১৪/= |
12. |
|
| 12. | আপ্যায়ন | ২,৩৭৭/= |
13. |
|
| 13. | প্রচার | ৪০০/= |
14. |
|
| 14. | ব্যাংক চার্জ | ২৩৫/= |
15. |
|
| 15. | সংবাদ পত্র | ৩৬০/= |
16. |
|
| 16. | অনুদান | ৫,০০০/= |
17. |
|
| 17. | উদ্বৃত্ত | ৬১,০৬৮/= |
18. | সর্ব মোট | ৫,৫৫,৮০৭/= | 18. | সর্ব মোট | ৫,৫৫,৮০৭/= |
২০১৩-২০১৪ অর্থ বছরে বাস্তবায়িত কাজ সমুহঃ
প্রকল্পের ধরন | প্রকল্পের নাম | ওয়ার্ড নং | বরাদ্দের পরিমাণ |
এ,ডি,পি (বাসত্মবায়নাধীন) | নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের সাইকেল সেড নিমার্ন। | ০২ | ১,০০,০০০/= |
আলহেরাজামেমসজিদহতেকাছারব্রীজপর্যন্ত রাস্তাসোলিংকরন। | ০৪ | ২,৫০,০০০/= | |
বিড়ালাক্ষীমাদ্রাসাসংস্কার। | ০১ | ৫০,০০০/= | |
নওয়াবেঁকী হাইস্কুলের গৃহ সংস্কার। | ০২ | ৪০,০০০/= | |
বিড়ালাক্ষীমহিলা মাদ্রাসা সংস্কার। | ০১ | ৫০,০০০/= | |
টি,আর (১ম পর্যায়) | বিড়ালাক্ষীগাজীবাড়িজামেমসজিদেরসামনেহইতেসানাবাড়িওয়াপদাপর্যন্ত ইটেররাস্তামেরামত। | ০১ | ৫ মেঃ টন। |
কাটাখালেরছাওারেরবাড়িহইতেপিচেররাস্তাপর্যন্তইটেররাস্তামেরামত। | ০২ | ৩ মেঃ টন। | |
উত্তর আটুলিয়া আজিজ মেম্বারের বাড়ির পাঞ্জেগানা মসজিদ সংস্কার। | ০৩ | ১ মেঃ টন। | |
উত্তরআটুলিয়াঝুড়ুরসিলেব্রীজেরগোড়াহইতেপিচেররাস্তাপর্যন্তইটেররাস্তামেরামত। | ০৩ | ১ মেঃ টন। | |
কাছারিব্রীজবাজারহইতেমোতালেবেরবাড়িভাড়ায়াজনকল্যানসমিতিপর্যন্তইটেররাস্তামেরামত। | ০৪ | ৩ মেঃ টন। | |
হাওয়ালভাঙ্গী বায়তুল মোকররম জামে মসজিদ সংস্কার। | ০৬ | ১ মেঃ টন। | |
হাওয়ালভাঙ্গী সরদার বাড়ি ঈদগাহ সংস্কার। | ০৬ | ১ মেঃ টন। | |
দঃপঃ আটুলিয়া গাজী বাড়ি পাঞ্জেগানা মসজিদ সংস্কার। | ০৫ | ১ মেঃ টন। | |
দঃপঃআটুলিয়াবাজারহইতেঢালীবাড়িমসজিদপর্যন্তইটেররাস্তাসংস্কার। | ০৫ | ১ মেঃ টন। | |
মহিন্দ্রসিলেকাটহইতেবদ্দীবাড়িক্লাবপর্যন্তইটেররাস্তামেরামত। | ০৭ | ২ মেঃ টন। | |
বয়ারসিংহমনিরেরবাড়িহইতেছোটকুপটমোড়লবাড়িপ্রাইমারীস্কুলপর্যন্তইটেররাস্তামেরামত। | ০৮ | ২ মেঃ টন। | |
যোগীন্দ্রনগরসামাদগাজীরবাড়িহইতেহেঞ্চিবাজারপর্যন্তইটেররাস্তামেরামত। | ০৯ | ২ মেঃ টন। | |
টি,আর (২য় পর্যায়) | ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের আসাবাব পত্র ক্রয় ও পরিষদ সংস্কার |
| ৬ মেঃ টন। |
নওয়াবেঁকীকলেজরাস্তা,গোডাউন,এবংমোড়লবাড়ীররাস্তাসংস্কার। | ০২ | ৩ মেঃ টন। | |
বিড়ালাক্ষীম্যোলা পাড়া সামনে ও সানা বাড়ির সামনে ২টি স্কুল সংস্কার। | ০১ | ২ মেঃ টন। | |
বড়কুপট বদ্দি বাড়ি প্রাথমিক বিদ্যালয় সংস্কার। | ০২ | ১ মেঃ টন। | |
বড়কুপট মালি বাড়ি মসজিদ সংস্কার। | ০৭ | ১ মেঃ টন। | |
৪১ নং ছোটকুপট প্রাথমিক বিদ্যালয় সংস্কার। | ০৯ | ১ মেঃ টন। | |
মাগরাকুনি কালী মন্দির সংস্কার। | ০৮ | ১ মেঃ টন। | |
সোয়ালিয়াআজিজঘোরামিরবাড়িহইতেরবিউলেরবাড়িপর্যন্তরাস্তাসংস্কার। | ০৮ | ১ মেঃ টন। | |
দঃপঃআটুলিয়াকার্তিকমন্ডলেরবাড়িররাস্তাসংস্কার। | ০৫ | ১ মেঃ টন। | |
জোয়াদ্দার বাড়ি দূর্গা মন্দির সংস্কার। | ০৫ | ১ মেঃ টন। | |
কাছারী ব্রীজপাঞ্জেগানা সংস্কার। | ০৩ | ১ মেঃ টন। | |
হাওয়ালভাঙ্গী ওজির বাড়ি হইতে আনার গাজীর বাড়ি পর্যন্তরাস্তাসংস্কার।
| ০৬ | ১ মেঃ টন। | |
কাবিখা (১ম পর্যায়) | লাউডোগাখালেরগোড়াহইতেআইয়ুবমেম্বরেরবাড়িঅভিমুখেমাটিররাস্তাসংস্কার। | ০৮ | ১০ মেঃ টন। |
বয়ারসিংহব্রীজহইতেসাইদেরঘেরেরসামনেচৌরাস্তারমোড়পর্যন্তমাটিররাস্তাঅবশিষ্টঅংশসংস্কার। | ০৭ | ১০ মেঃ টন। | |
কাটাখালমোকছেদেরবাড়িহইতেআবুলমিস্ত্রিরবাড়িপর্যন্ত মাটিররাস্তাসংস্কার। | ০২ | ১০ মেঃ টন। | |
কর্মসংস্থান কর্মসূচি ৪০ দিনের (১ম পর্যায়) | বিড়ালাক্ষীগাজীবাড়িরসামনেহইতেসানাবাড়িপর্যন্ত ওয়াপদাররাস্তাসংস্কারসহমহিলামাদ্রাসাহইতেঢালীবাড়িমসজিদপর্যন্তরাস্তাসংস্কার। | ০১ | ৬৭x৪০x২০০ = ৫,৩৬,০০০/= |
নওয়াবেঁকীহাইস্কুলেরসামনেহইতেগার্লসস্কুলপর্যন্তপানিনিস্কাশনেরজন্যড্রেনখননসহবড়কুপটসর্বজনীনমন্দিরেরমাঠভরাট। | ০২ | ৯৫x৪০x২০০ = ৭,৬০,০০০/= | |
উত্তরআটুলিয়াসালামেরবাড়িহইতেকুলস্ননখালপর্যন্ত রাস্তাসংস্কার। | ০৩ | ৬৫x৪০x২০০ = ৫,২০,০০০/= | |
ভড়ভুড়িয়াফজলেহাজীরবাড়িহইতেআব্দুলম্যোলারবাড়িপর্যন্তমাটিররাস্তাসংস্কারসহভড়ভুড়িয়াস্কুলেরমাঠভরাট। | ০৪ | ১২৭x৪০x২০০ = ১০,১৬,০০০/= | |
দক্ষিনআটুলিয়ারুহলামিনেরদোকানহইতেচারসিলেরমাথাপর্যন্তরাস্তাসংস্কার। | ০৫ | ৫৩x৪০x২০০ = ৪,২৪,০০০/= | |
হাওয়ালভাঙ্গীকুলেস্নানপাড়াদাউদসরদারেরবাড়িহইতেমোর্তজাগাজীরবাড়িপর্যন্তমাটিররাস্তাসংস্কারসহদাউদগাজীরবাড়িহইতেআফজউদ্দিনবাড়িপর্যন্তপানি নিষ্কাশনেরড্রেনখনন। | ০৬ | ৪০x৪০x২০০ = ৩,২০,০০০/= | |
আড়পাঙ্গাশিয়াব্রীজেরউত্তরপাশহইতেখোন্তাকাটাগেটপর্যন্তমাটিররাস্তাসংস্কারসহমালিবাড়িররাস্তাসংস্কার। | ০৭ | ৬৩x৪০x২০০ = ৫,০৪,০০০/= | |
এন্তাজম্যোলারবাড়িহইতেগোলামগাজীরবাড়িপর্যন্তমাটিররাস্তাসংস্কারসহসোয়ালিয়াগোলামরববানীরখাওয়ারপানিরপুকুরখনন। | ০৮ | ৫৬x৪০x২০০ = ৪,৪৮,০০০/= | |
আবুলবালিরবাড়িহইতেপাথরখালীরগোড়াপর্যন্তমাটিররাস্তাসংস্কারসহফেশাখালীরখালপুর্নখনন। | ০৯ | ৬৪x৪০x২০০ = ৫,১২,০০০/= | |
কর্মসংস্থান কর্মসূচি ৪০ দিনের (১ম পর্যায়) | পূর্ববিড়ালাক্ষীসরদারবাড়িহইতেসৈইলউদ্দিনগাজীরবাড়িপর্যন্তসহগাজীরবাড়িনেছারমেম্বরেরবাড়িরখাবারপানিরপুকুরপুনঃখনন। | ০১ | ৬৭x৪০x২০০ = ৫,৩৬,০০০/= |
বড়কুপট শ্বশান ঘাটে মাটি ভরাট ও নওশের সানার খাওয়ার পানির পুকুর খনন। | ০২ | ৯৫x৪০x২০০ = ৭,৬০,০০০/= | |
কুলেস্নানএরগোড়াহইতেবাক্কারগাজীরবাড়িপর্যন্তমাটিররাস্তাসংস্কার, রেজাউলেরবাড়িহইতেপিচেররাস্তাপর্যন্তরাস্তাসংস্কারসহমংলারবাড়িহইতেবাক্কারেরবাড়িপর্যন্তরাস্তাসংস্কারসহছফিরুন্নেচ্ছাবালিকাবিদ্যালয়ের পুকুরপুর্নখনন। | ০৩ | ৬৫x৪০x২০০ = ৫,২০,০০০/= | |
পিচেররাসত্মাহতেখলিলেরবাড়ীপর্যন্তমাটিররাস্তাসংস্কারওসরদারপাড়ানেছারেরবাড়ীরখাবারপানিরপুকুরপুনঃখননসহআমজাদচৌকিদারেরবাড়ীহতেজাইকারোডপর্যন্তমাটিররাস্তাসংস্কারসহজেয়ারদারবাড়ীহইতেমোমিনডাক্তারেরবাড়ীপর্যন্তমাটিররাস্তাসংস্কার। | ০৪ | ১২৭x৪০x২০০ = ১০,১৬,০০০/= | |
দঃপঃআটুলিয়াভূপতিমন্ডলএরবাড়িহইতেদুনেরধারশশ্নানপর্যন্তওঢালীবাড়িজামেমসজিদমাঠভরাটরামামত্মীমন্দিরএরমাঠভরাটওএকাদেরস্কুলএন্ডকলেজএরমাঠভরাট। | ০৫ | ৫৩x৪০x২০০ = ৪,২৪,০০০/= | |
হাওয়ালভাঙ্গীআনোয়ারগাজীরবাড়িহইতেজুলফিকারবাড়িপর্যন্ত পাকারাস্তারদুইধারেমাটিরকাজহাওয়ালভাঙ্গীমোকছেদগাইনেরবাড়িহইতেহযরতেরবাড়িপর্যন্তপাকারাস্তারদুইধারমাঠভরাটসহমইনদ্দীনেরবাড়িহইতেছাত্তারগাজীরবাড়িপর্যন্ত পাকারাস্তারদুইধারেমাটিরকাজ। | ০৬ | ৪০x৪০x২০০ = ৩,২০,০০০/= | |
আড়পাঙ্গাশিয়ানিতানহাউলিরবাড়িরসামনেহইতেব্রজেনগাইনেরবাড়িহয়েহেঞ্চিটুকুরদোকানপর্যন্তমাটিররাস্তাসংস্কারসহবালিবাড়িখাবারপানিপুকুরপুর্নখনন। | ০৭ | ৬৩x৪০x২০০ = ৫,০৪,০০০/= | |
| সাপেরদুনে মোড়ল বাড়ি থেকে ওহাব মেম্বরের মিষ্টি পানির পুকুর পুনঃখনন। | ০৮ | ৫৬x৪০x২০০ = ৪,৪৮,০০০/= |
ছোটকুপটছাত্তারগাইনেরবাড়িহইতেআলমানারজামেমসজিদপর্যন্তইটসোলিংরাস্তারদুইধারে,মাটিররাস্তাসংস্কারসহযোগিন্দ্রনগরনেছারমাষ্টারেরচবাড়িরপাশেমাটিররাস্তাসংস্কার। | ০৯ | ৬৪x৪০x২০০ = ৫,১২,০০০/= | |
এল,জি,এস,পি-২ | পূর্ববিড়ালাক্ষীফজরআলীশেখেরবাড়িহইতেঅজিয়ারশেখেরবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০১ | ১,০০,০০০/= |
পূর্ববিড়ালাক্ষীপল্টনহইতেসরদারবাড়িপর্যন্তওয়াপদাররাস্তাহইতেমাজিদামেম্বরেরবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০১ | ৯০,০০০/= | |
বড়কুপটগাতিদারবাড়িব্রীজহইতেআবুলমিস্ত্রিরবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০২ | ১,১০,০০০/= | |
উত্তরআটুলিয়ামইনদ্দীনেরবাড়িহইতেজাহেরসরদারেরবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০৩ | ১,০০,০০০/= | |
ম্যোলাপাড়ানূরমোহাম্মদেরবাড়িহইতেআহলেহাদিসমসজিদপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০৪ | ১,০০,০০০/= | |
দঃপঃআটুলিয়াজামেমসজিদহইতেমজিবারঢালীরবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০৫ | ১,০০,০০০/= | |
হাওয়ালভাঙ্গীজাহাঙ্গীরমাষ্টারেরবাড়িহইতেমইনদ্দীনেরবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০৬ | ১,০০,০০০/= | |
হাওয়ালভাঙ্গীনলবুনিখালেরব্রীজেরসামনেহইতেবিশ্বাসবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০৬ | ৯০,০০০/= | |
হেঞ্চিদেবব্রতমাষ্টারেরবাড়িহইতেশশাংঙ্কমাষ্টারেরবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০৭ | ৯০,০০০/= | |
বয়ারসিংহএমত্মাজম্যোলারবাড়িহইতেআজগারমোড়লেরবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০৮ | ১,২০,০০০/= | |
যোগিন্দ্রনগরহানিফসরদারেরবাড়িহইতেসুরাতমাষ্টারেরবাড়িপর্যন্ত রাস্তাসোলিংকরন। | ০৯ | ১,৯৩,০০০/= | |
যোগিন্দ্রনগরইকবালগাজীরবাড়িহইতেআহম্মাদেরবাড়িপর্যন্তরাস্তাসোলিংকরন। | ০৯ | ১,০০,০০০/= |
ওয়ার্ড নং-১
মাটির কাজঃ
১) হারান গাজীর বাড়ী হইতে মানিক সরদারের বাড়ি পর্যন্তমাটির রাস্তসংস্কার, ২) বিড়ালাক্ষী সানা বাড়ি মসজিদ থেকে শাহ আলমের বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ৩) করিম ঢালীর বাড়ি থেকে লতিফ গাজীর বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ৪) অজিয়ার গাজীর বাড়ি হইতে ফজলু সরদারের বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ৫) মাহবুব সানার বাড়ি থেকে অলিয়ার সানার বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ৬) আরমান শেখের বাড়ি থেকে মনি শেখের বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ৭) হারা গাজীর বাড়ি হইতে মানিক সরদারের বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ৮) সরদার বাড়ির ওয়াপদা থেকে লোকমান সরদারের বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ৯) সরদার বাড়ির ওয়াপদা থেকে আব্দুল ঢালীর বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ১০) হামিদ সরদারের বাড়ি হইতে আফছার সরদারের বাড়ি পর্যন্তমাটির রাস্তা সংস্কার, ১১) একববারের বাড়ি হইতে সাইফুলের বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ১২) বাক্কারের বাড়ি হইতে সফর মোল্যার বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ১৩) পশ্চিম বিড়ালাক্ষী গুচ্ছ গ্রামের চার পাশের বাঁধ সংস্কার, ১৪) মহিলা মাদ্রাসা ঈদগাহ ভরাট।
ইটের সোলিংঃ
১) বিড়ালাক্ষী সইলোদ্দি গাজীর বাড়ি হইতে গুচ্ছ গ্রামের ইটের সোলিং এর মাথা পর্যন্ত, ২) বিড়ালাক্ষী হযরত গাজীর বাড়ি থেকে গোলজার গাজীর বাড়ি পর্যন্তমাটির কাজে ইটের সোলিং, ৩) বিড়ালাক্ষী সাইফুল ঢালীর বাড়ির কবরখানা ভরাট, ৪) ১/২ পূর্ব বিড়ালাক্ষী নূর মোহাম্মদ গাজীর বাড়ি হতে ফজলু সরদারের বাড়ি পর্যন্ত, ৫) বিড়ালাক্ষী ১/২ আককাস সানার বাড়ি হতে অজিয়ার শেখের বাড়ি পর্যন্ত, ৬) বিড়ালাক্ষী আনছার সানার বাড়ি হইতে জলিল উদ্দিন গাজীর বাড়ি পর্যন্ত, ৭) বিড়ালাক্ষী সুবহান ঢালীর বাড়ি হতে লতিফ গাজীর বাড়ি পর্যন্ত, ৮) বিড়ালাক্ষী ম্যোলা পাড়া জামে মসজিদ হতে মহিউদ্দিন গাজীর বাড়ি পর্যন্ত, ৯) বিড়ালাক্ষী আকবর মিস্ত্রির বাড়ি হতে মোসাক ঢালীর বাড়ি পর্যন্তরাস্তাউচুঁ করন এবং ইটের সোলিং, ১০) বিড়ালাক্ষী মনিরম্নজামানের ক্লিনিক হতে নদী পর্যন্তইটের সোলিং।
পুকুর সংস্কার/পুনঃখননঃ
১) বিড়ালাক্ষী মুজিবর সানার বাড়ির পুকুর সংস্কার, ২) বিড়ালাক্ষী মোঃ আব্দুল কাশেম সানার বাড়ির পুকুর সংস্কার, ৩) বিড়ালাক্ষী সাইফুল গাজীর পুকুর পুনঃখনন, ৪) বিড়ালাক্ষী কামরম্নল গাজীর পুকুর পুনঃখনন, ৫) বিড়ালাক্ষী প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল নির্মাণ, ৬) বিড়ালাক্ষী আকবার সরদারের পুকুর পুনঃখনন, ৭) বিড়ালাক্ষী সরদার বাড়ির মসজিদের পুকুর পুনঃখনন, ৮) পশ্চিম বিড়ালাক্ষী মৌ খাল পুনঃখনন, ৯) পূর্ব বিড়ালাক্ষী ধোপা কন্ডু খাল পুনঃখনন, ১০) বিড়ালাক্ষী গাজী বাড়ি খাল খনন।
খাল খননঃ
১) পশ্চিম বিড়ালাক্ষী মৌ খাল খনন, ২) পূর্ব বিড়ালাক্ষী ধোপা কুন্ড খাল খনন।
নলকূপ স্থাপনঃ
১) আবুল হাসান সরদার, ২) নজরম্নল ইসলাম সরদার, ৩) মহিউদ্দিন ম্যোলা, ৪) নওশের সরদার, ৫) হাবিবুলস্নাহ, ৬) আঃ রশিদ ম্যোলা, ৭) আঃহামিদ শেখ, ৮) খোকন গাজী, ৯) মহিদুল সানা, ১০) নূর ইসলাম ম্যোলা, ১১) আঃ গফুর মোল্যা, ১২) আঃ বারী ম্যোলা, ১৩) আশবাদ ম্যোলা, ১৪) মাওঃ আঃ হামিদ, ১৫) এমদাদুল সানা, ১৬) টুটুল ম্যোলা, ১৭) মিজানুর, ১৮) শামসুদ, ১৯) আঃ খালেক, ২০) আঃ গফফার, ২১) অজিয়ার রহমান, ২২)মোকাম সরদার, ২৩) আরশাদ মোড়ল, ২৪) কুদ্দুস ম্যোলা, ২৫) আইয়ুব গাজী, ২৬) বিড়ালাক্ষী রাশেদ মোড়ল
মাদ্রাসা সংস্কারঃ
১) নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা সংস্কার ও আসাবাবপত্র তৈরী, ২) বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসা সংস্কার ও আসাবাবপত্র তৈরী, ৩) ৪৬ নং বিড়ালাক্ষী রেজীঃপ্রাথমিক বিদ্যালয় সংস্কার।
বনায়নঃ
১) মোকছেদ সরদারের বাড়ি হতে মফিদুলের বাড়ি পযমর্ত্ম মাটির রাসত্মার ওয়াপদা দুই পাশে বৃক্ষ রোপন।
পুকুর খননঃ
১) আব্দুল হাসান সরদার, ২) মাওঃ আব্দুল রউফের পুকুর, ৩) রফিকুল ইসলামের পুকুর, ৪) সফেদ সানার বাড়ীর পুকুর খনন।
মসজিদ সংস্কারঃ
১) বিড়ালাক্ষী সানা বাড়ী মসজিদ, ২) বিড়ালাক্ষী ম্যোলা পাড়া জামে মসজিদ, ২) বিড়ালাক্ষী শেখ পাড়া জামে মসজিদ, ৩) পূর্ব বিড়ালাক্ষী সরদার পাড়া জামে মসজিদ, ৪) বিড়ালাক্ষী গাজী বাড়ী বায়তুর জামে মসজিদ, ৫) বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসা মসজিদ সংস্কার, ৬) বিড়ালাক্ষী মাদ্রাসা মসজিদ সংস্কার ।
স্বাস্থ্য সম্মত ল্যাটিন সংস্কারঃ
১) নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিঃ মাদ্রাসা ল্যাটিন তৈরি, ২) ফজর সরদারের ল্যাটিন, ৩) শহিদুল সানা, ৪) গোলাম বারী সানা, ৫) বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসা সামনে ও ভিতরে, ৬) পশ্চিম বিড়ালাক্ষী হাবিবুর, ৭) শফিকুল, ৮) মহিদুল, ৯) শাহাদাত, ১০) শাহিনুর, ১১) শওকত, ১২) রাজ্জাক সানা, ১৩) ফয়েজ সানা, ১৪) রশিদ সানা, ১৫) ফতেমা সানা, ১৬) সফুরা, ১৭) তানজিলা, ১৮) হামিদা, ১৯) মর্জিনা, ২০) মাকসুদা, ২১) রম্নমি খাতুন, ২২) মুনজিলা, ২৩) তাছলিমা, ২৪) খাদিজা, ২৫) নাছিমা, ২৬) নুরনাহার, ২৭) জাহানারা, ২৮) তানজিলা, ২৯) জেসমিন, ৩০) সেলিনা, ৩১) সুফিয়া, ৩২) রাশিদা, ৩৩) পারভীন, ৩৪) তাছলিমা, ৩৫) নিলুফা, ৩৬) ফাতেমা, ৩৭) মুনজিলা।
ব্রীজ কালভাটঃ
১) মেম্বর রফিকুল ইসলামের বাড়ি সামনে বাশেঁর স্যাঁকো নির্মান, ২) বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সামনে ব্রীজ সংস্কার।
কবর স্থান ভরাট ও সংস্কারঃ
১) পেশকার ম্যোলার বাড়ি কবর স্থান সংস্কার, ২) বিড়ালাক্ষী মাদ্রাসা পাড়ায় ২টি কবর স্থান সংস্কার, ৩) শেখ পাড়া মসজিদ সংলগ্ন কবর স্থান সংস্কার, ৪) সানা বাড়ি মসজিদের কবর স্থান সংস্কার।
ঈদগাহ সংস্কারঃ
১) বিড়ালাক্ষী ঈদগাহ সংস্কার, ২) বিড়ালাক্ষী সানা বাড়ি ঈদগাহ সংস্কার।
ওয়ার্ড নং-২
মাটির কাজঃ
১) নওশের মোড়লের বাড়ি থেকে রশিদ মোড়লের বাড়ি পর্যন্তরাস্তাসংস্কার, ২) হালিমের বাড়ি থেকে সামীমের বাড়ি পর্যন্তরাস্তামাটি ভরাট, ৩) সওকাত মেম্বরের বাড়ি থেকে ইসমাইল মোড়লের বাড়ি পর্যন্তরাস্তারমাটি ভরাট করা, ৪) হাট মেইন রোড থেকে আরশাদ এর বাড়ির পর্যন্তরাস্তাসংস্কার, ৫) মঞ্জুর বাড়ি থেকে মুনসুর সানার বাড়ি পর্যন্তরাস্তামাটি ভরাট, ৬) মন্দিরের পিছন দিয়ে গোরিন্দ গাঁতি দার বাড়ি পর্যন্তরাস্তারমাটি ভরাট, ৭) ইবাদুলের বাড়ি হতে ওয়াব্দ পর্যন্তমাটি ভরাট, ৮) জোয়াদার বাড়ি ছিলে মাটি ভরাট, ৯) গাজীর বাড়ি পুকুরের কনা থেকে হরিমন্ডলের বাড়ি পর্যন্তরাস্তারমাটির ভরাট, ১০) শামসুর হকের বাড়ি হতে ৪২নং সরকারী প্রাথমিক বিদ্যাঃ পর্যন্তরাস্তাসংস্কার, ১১) আতিয়ার বাড়ি থেকে মোকসেদের বাড়ি পর্যন্ত, ১২) দেব্রত বাড়ির থেকে কাটা খালের গোড়া পর্যন্তরাস্তামাটির ভরাট।
ইটের সোলিংঃ
১) নওয়াবেঁকী মেইন রাস্তার সওকাত আলির বাড়ি পর্যমত্ম ইটের সোলিং করা, ২) নওয়াবেঁকী লাভলুর বাড়ি হতে ওয়াব্দ দিয়ে বেচু রামের বাড়ি পর্যন্তইটের সোলিং, ৩) নওয়াবেঁকী বাজারের ওয়াপদা রাস্তাহতে সুইস গেট পর্যন্তইটের সোলিং সংস্কার, ৪) নওয়াবেঁকী কৃষ্ণ গাঁতিদারের বাড়ি হতে কাটা খালের মাথা পর্যন্তইটের সোলিং করা, ৫) নওয়াবেঁকী তরকারি বাজার বিভিন্ন গোলি প্রদক্ষীন করে ওয়াপদা পর্যন্তইটের সোলিং করা, ৬) নওয়াঁবেকী বাজারের গোলি পথের রাস্তাগুলো ইটের সোলিং এর সংস্কার করা, ৭) নওয়াবেঁকী ওয়াপদা থেকে গনমূখী চাউলের মিল পর্যন্ত।
মসজিদ সংস্কারঃ
১) মোড়ল বাড়ি মসজিদ, ২) নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় মসজিদ, ৩) কাঁটা খাল মসজিদ, ৪) ইটের ভাটার মসজিদ।
মন্দির সংস্কারঃ
১) বড়কুপট সার্বজনীন দূর্গা মন্দির সংস্কার, ২) বড়কুপট হরি মন্দির, ৩) বেচুরাম বাড়ির হরিমন্দির, ৪) পশ্চিম পাড়া শিবুর হরি মন্দির।
ঈদ গাহ ও মাদ্রাসা সংস্কারঃ
১) নওয়াবেঁকী ঈদগাহ সংস্কার, ২) বড়কুপট ঈদগাহ সংস্কার, ৩) বড়কুপট হাফিজিয়া কাওয়মী মাদ্রাসা সংস্কার, ৪) গাজী বাড়ি হাফিজিয়া মাদ্রাসা সংস্কার।
শশ্নান ঘাট সংস্কারঃ
১) গাঁতিদার বাড়ি শশ্নান ঘাট সংস্কার, ২) রপ্তান বাড়ি শশ্নান ঘাট সংস্কার ।
কবর স্থান সংস্কারঃ
১) সানা বাড়ি কবর স্থান, ২) গাজী বাড়ি কবর স্থান, ৩) সওকাত আলির বাড়ি কবর স্থান, ৪) খোকনের কবর স্থান ভরাট, ৫) রহিমের কবর স্থান ভরাট।
মাঠ ভরাটঃ
১) নওয়াবেঁকী কলেজের মাঠ ভরাট, ২) নওয়াবেঁকী হাই স্কুলের মাঠ ভরাট, ৩) ছফিরম্নন্নেছা বালিকা বিদ্যালয়ের মাঠ ভরাট।
পুকুর পুনঃ খননঃ
১) সলেমান গাজীর পুকুর, ২) মোকসেদ সানার পুকুর, ৩) মঞ্জুর গাজীর পুকুর, ৪) বিনয় গাতিদার পুকুর, ৫) স্বপন মোড়লের পুকুর, ৬) উদয় মন্ডলের পুকুর, ৭) রপ্তানের বাড়ি পুকুর, ৮) সালাম গাজীর পুকুর, ৯) বড়কুপট মাদ্রাসার পুকুর, ১০) সন্নত গাজীর পুকুর, ১১) পলস্নাদ গাতিদার পানির পুকুর খনন, ১২) কলেজ পাড়া মন্ডুরে পুকুর খনন, ১৩) গোলাম হোসেনের বাড়ির সামনে বড় পুকুর।
নলকুপ স্থাপনঃ
১) মঞ্জুরের নলকুপ স্থাপন, ২) সামসুরের বাড়ি নলকুপ স্থাপন, ৩) মোকসেদের বাড়ি নলকুপ স্থাপন, ৪) কাশেম বাড়ি নলকুপ স্থাপন, ৫) গাজী পাড়া, ৬) আমেনা খাতুনের বাড়ি নলকুপ স্থাপন, ৭) কামাল সানা, ৮) সোহারাফ সানার বাড়ি, ৯) দলিল উদ্দিনের বাড়ি, ১০) তৈবার বাড়ি, ১১) বকুলের বাড়ি, ১২) কাটাখাল মসজিদে নলকূপ স্থাপন।
ল্যাটিন স্থাপনঃ
১) নওয়াবেঁকী বাজার ল্যাট্রি্ন, ২) রতির কান্ড মন্ডল, ৩) ভগবতীর বাড়ি, ৪) খবির উদ্দিনের বাড়ি, ৫) জাহানারা বাড়ি, ৬) বুলবুল বাড়ি সামনে ল্যাট্রি্ন স্থাপন, ৭) আরিফন, ৮) জসিমন, ৯) খাদিজা, ১০) মালতি, ১১) কামরম্নল, ১২) সালেহা, ১৩) ফাতেমা, ১৪) আশুরা, ১৫) সকিনা, ১৬) সলেমান গাজীর বাড়ি সামনে ল্যাট্রিন স্থাপন, ১৭) খোকন এর বাড়ি সামনে ল্যাটিন স্থাপন।
৩ নং ওয়ার্ড
মাটির কাজঃ
১) উত্তর আটুলিয়া মোড়ল বাড়ি থেকে কলগাই পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ২) ইব্রাহিম মোড়লের বাড়ি হইতে বক্কার গাজীর বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ৩) বক্কারের বাড়ি হইতে শওকতের বাড়ি পর্যন্তমাটির রাস্তাসংস্কার, ৪) আমির হোসেনের রাস্তামাটি ভরাট ও সংস্কার।
ইটের সোলিংঃ
১) উত্তর আটুলিয়া সুরান মালির বাড়ি হতে বক্কার গাজীর বাড়ি পর্যন্তরাস্তাইটের সোলিং, ২) উত্তর আটুলিয়া শশী বাড়ি হতে কুলেস্নান ব্রীজ র্যন্তরাস্তাইটের সোলিং, ৩) উত্তর আটুলিয়া কুলেস্নান হতে মঈন উদ্দিন খোড়ার বাড়ি র্যন্তরাস্তাইটের সোলিং (খাল ধার দিয়ে), ৪) রেজাউলের বাড়ি হতে পাকা র্যন্তরাস্তাইটের সোলিং, ৫) উত্তর আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মৃতঃ নাছিম তরফদারের বাড়ি র্যন্তরাস্তাইটের সোলিং।
মসজিদ ও মন্দির সংস্কারঃ
১) সরদার বাড়ি পানঞ্জেগানা মসজিদ, ২) মোড়ল বাড়ি পানঞ্জেগানা সংস্কার, ৩) গাজী বাড়ি জামে মসজিদ, ৪) কাছারী বাড়ি ব্রীজ পানঞ্জেগানা, ৫) উত্তর আটুলিয়া জামে মসজিদ সংস্কার, ৬) ইনতাজ গাজী পাঞ্জেগানা সংস্কার, ৭) সরদার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ, ৮) মাওলনা আশরাফ জুনাইনের জামে মসজিদ সংস্কার, ৯) বাইতুল মামুর জামে মসজিদ সংস্কার, ১০) ইসমাইল মোড়লের বাড়ি জামে মসজিদ, ১১) ঋষি বাড়ি মন্দির সংস্কার।
ঈদগাহ সংস্কারঃ
১) কাঁচারী বাড়ি ঈদগাহ সংস্কার, ২) উত্তর আটুলিয়া ঈদগাহ সংস্কার।
পুকুর সংস্কারঃ
১) মোঃ আব্দুল সরদারের বাড়ি পুকুর, ২) রহিম বকস গাজীর পুকুর, ৩) গাজী বাড়ি মসজিদ পুকুর, ৪) মানিক গাজীর বাড়ি পুকুর, ৫) মোঃ আঃ আকবর শেখের পুকুর, ৬) বাবুর আলীর গাজীর পুকুর, ৭) আঃ আলিমের পুকুর খনন, ৮) বাক্কার গাজীর পুকুর, ৯) মোঃ আঃ আজিজ গাজীর বাড়ির পুকুর, ১০) পিয়ার আলী সরদারের পুকুর, ১১) শহর আলী মোড়লের পুকুর, ১২) মাওলানা আশরাফ ইসমাইলের মসজিদ পুকুর, ১৩) এনতাজ গাজীর পুকুর, ১৪) জিয়ার আলীর গাজীর বাড়ি পুকুর, ১৫) তছিমুদ্দিন গাজীর বাড়ির পুকুর খনন, ১৬) সিরাজুলের খাওয়ার পানির পুকুর খনন, ১৭) কাছারি বাড়ি পুকুর খনন।
টিউবওয়েলঃ
১) মঈনুদ্দীন খোড়ার ব্রীজ এর কাছে, ২) উত্তর আটুলিয়া সরকারী স্কুল জামে মসজিদ, ৩) মোঃ আঃ রাশেদ বাড়ি, ৪) আবু মহসিনের বাড়ি রাসত্মার ধারে, ৫) মিজানের বাড়ি সামনে, ৬) ইসলাম মোল্যার বাড়ি, ৭) ঋষি পাড়া টিউবওয়েল সংস্কার, ৮) নওশের আলীর বাড়ি টিউবওয়েল স্থাপন, ৯) নজরম্নলের বাড়ি, ১০) ওসমান গাজীর বাড়ি, ১১) বাসার শেখের বাড়ি।
ব্রীজ কালভাট নির্মানঃ
১) বাক্কার মুক্তিযোদ্ধার বাড়ি পাশে কালভাট নির্মান, ২) দাউদ গাজীর বাড়ির পাশে, ৩) নেছার আলী গাজীর বাড়ির পাশে রাসত্মার কালভাট, ৪) শাহাবুদ্দিন মেম্বারের বাড়ির পাশে কালভাট সংস্কার, ৫) লাইডোগার খাল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পাশে, ৬) মাছিম তরফদারের বাড়ি পাশে কালভাট, ৭) সোমসের হাজীর বাড়ির বাড়ি পূর্ব ধারের কালভাট সংস্কার, ৮) এমত্মাজ গাজী বাড়ি পাশে ঝুরঝুরিয়া নদীর উপর বাঁশের পুল নির্মান।
মাঠ ভরাটঃ
১) উত্তর আটুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট, ২) গাজী বাড়ি জামে মসজিদের মাঠ ভরাট, ৩) ঝুরঝুরিয়া ঈদগাহ মাঠ ভরাট, ৪) উত্তর আটুলিয়া ঈদগাহ মাঠ ভরাট, ৫) আব্দুল হোসেনের বাড়ি মাঠ ভরাট, ৬) উত্তর আটুলিয়া কমিউনিটি ক্লিনিক সংস্কার।
কবর স্থান ভরাটঃ
১) হাসেম চৌকিদারের কবর স্থান ভরাট, ২) হাজির উদ্দিন আলীর কবর স্থান ভরাট, ৩) আমদের শেখের কবর স্থান ভরাট, ৪) আবু বক্কর গাজীর কবর স্থান ভরাট, ৫) বিলাত গাইনের কবর স্থান ভরাট, ৬) সিদ্দিকের বাড়ি কবর স্থান ভরাট, ৭) আমজেদ শেখের বাড়ি কবর স্থান ভরাট, ৮) বাবু গাজীর বাড়ি কবর স্থান ভরাট, ৯) সবুর এর বাড়ি কবর স্থান ভরাট, ১০) পূর্ব আটুলিয়া নাসির এর বাড়ি কবর স্থান ভরাট, ১১) আকবর এর বাড়ি কবর স্থান ভরাট, ১২) সরদার বাড়ি কবর স্থান ভরাট।
ওয়ার্ড নং-৪
কাচা রাস্তানির্মান ও সংস্কারঃ
১) কুললুন খালের খলিলের বাড়ী হইতে পিচের রাস্তাপর্যন্তমাটির রাসত্মা, ২) পিচের রাস্তাহইতে আমিরম্নলের বাড়ী পর্যন্তমাটির রাস্তা, ৩) বাদুড়িয়া নূরালী গাজীর বাড়ী হইতে পায়রামারী খাল অভিমুখে মাটির রাস্তা, ৪) বাদুড়িয়া আমজাদ চকিদারের বাড়ী হইতে জাইকা রোর্ড পর্যন্তরাস্তা, ৫) হেনচি চৌরাস্তাসাইদের ঘেরের সামনে হইতে দক্ষিনপশ্চিম আটুলিয়া কেজী স্কুলের সামনে পর্যন্তচৌদ্দরশি রাস্তা, ৬) চুনার বাধ হইতে কিনু কাপালীর বাড়ী হইতে তালবাড়িয়া প্রাইমারী পর্যন্তরাস্তা, ৭) দক্ষিনপশ্চিম আটুলিয়া মোমিন ডাক্তারের বাড়ী হইতে তছমান মোড়লের হুলু হইয়া চুনার বাঁধ পর্যন্তমাটির রাস্তা, ৮) হেনচি পাঞ্জেগানা মসজিদ হইতে সরমানের বাড়ীর রাস্তাপর্যন্তমাটির রাস্তা।
ইটের সোলিং রাস্তাঃ
১) মোল্যাপাড়া ছুন্নতের বাড়ী হইতে গফফার মাষ্টরের বাড়ী পর্যন্ত, ২) কাছারী ব্রীজ জিল্টুর বাড়ী হইতে আলহেরা হাফেযীখানা পর্যন্তইটের রাস্তা, ৩) ভড়ভুড়িয়া আতিয়ারের বাড়ী হইতে ৪১নং ছোটকুপট প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, ৪) বাদুড়িয়া গনির বাড়ী হইতে আমজাদ চৌকিদারের বাড়ী পর্যন্ত, ৫) বাদুড়িয়া অফেজ উদ্দীনের বাড়ী হইতে মফিজ মাষ্টারের বাড়ী পর্যন্ত, ৬) বাদুড়িয়া প্রাথমিক স্কুলের সামনে জাইকা রোর্ডের কালভার্ট হইতে হেনচি বাজার পর্যন্ত, ৭) দক্ষিনপশ্চিম আটুলিয়া শওকতের দোকান হইতে তালবাড়িয়া প্রাইমারী স্কুল পর্যন্ত, ৮) মাগুরাকুনি মন্দির হইতে পূর্ব তালবাড়িয়া প্রাইমারী স্কুল পর্যন্ত, ৯) মাগুরাকুনি স্কুলের সামনে হইতে ....খালীর গোড়া পর্যন্ত।
কালভার্টঃ
১) ভড়ভুড়িয়া ফজলে হাজীর বাড়ীর সামনে কালভার্ট নির্মান, ২) ভড়ভুড়িয়া শের আলী ডাক্তারের বাড়ীর সামনে কালভার্ট নির্মান, ৩) বাদুড়িয়া মফিজ মাষ্টারের বাড়ীর পাশে কালভার্ট নির্মান, ৪) বাদুড়িয়া রববানী মেম্বারের বাড়ীর পাশে কালভার্ট নির্মান, ৫) বাদুড়িয়া মোড়ল বাড়ীর পাশে কালভার্ট নির্মান।
খাল খননঃ
১) কুললুন খাল পুনঃখনন, ২) ভড়ভুড়িয়া খাল পুনঃখনন, ৩) দরগার তোলার খাল পুনঃখনন, ৪) নলবুনী খাল পুনঃখনন, ৫) মুন্দর বুনিয়া খাল পুনঃখনন, ৬) বাদুড়িয়া খালের অবশিষ্ট্য অংশ পুনঃখনন।
পুকুর খনন ও সংস্কারঃ
১) মোল্যাপাড়া জবেদ মোল্যার বাড়ীর খাওয়ার পানির পুকুর পুনঃখনন, ২) মোল্যাপাড়া আলিমের বাড়ীর খাওয়ার পানির পুকুর পুনঃখনন, ৩) ভড়ভুড়িয়া আব্দুল মোল্যার বাড়ীর খাওয়ার পানির পুকুর পুনঃখনন, ৪) বাদুড়িয়া নূর ইসলাম হাজীর বাড়ীর খাওয়ার পানির পুকুর পুনঃখনন, ৫) দক্ষিন-পশ্চিম আটুলিয়া সরকারী দিঘী পুনঃখনন, ৬) মাগুরাকুনি অধিরের বাড়ীর খাওয়ার পানির পুকুর পুনঃখনন।
নলকুপ স্থাপনঃ
১) ৪নং ওয়ার্ডের পাইপ দিয়ে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করন, ২) ৪নং ওয়ার্ডের বিভিন্ন খাওয়ার পানির পুকুর পিএসএফ নির্মান, ৩) ৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অগভীর নলকূপ স্থাপন।
মসজিদ ও মন্দির সংস্কার বা নির্মানঃ
১) দক্ষিনমোল্যাপাড়া মসজিদের মাঠ ভরাট ও সংস্কার, ২) আহলে হাদীস জামে মসজিদ সংস্কার, ৩) ভড়ভুড়িয়া পাঞ্জেগানা মসজিদের মাঠ ভরাট ও সংস্কার, ৪) বাদুড়িয়া মসজিদ সংস্কার, ৫) দঃপঃ আটুলিয়া কালী মন্দিরের মাঠ ভরাট ও সংস্কার, ৬) দঃপঃ আটুলিয়া হরি মন্দিরের মাঠ ভরাট ও সংস্কার, ৭) দঃপঃ আটুলিয়া মনসা মন্দিরের মাঠ ভরাট ও সংস্কার, ৮) মাগুরাকুনি কালী মন্দিরের মাঠ ভরাট ও সংস্কার, ৯) পূর্ব তালবাড়িয়া প্রাইমারী স্কুলের মাঠ ভরাট ও সংস্কার।
বনায়নঃ
১) বাদুড়িয়া প্রাইমারী স্কুল হইতে হেনচি বাজার পর্যন্তবৃক্ষরোপন, ২) কাছারী ব্রীজ জিল্টুর বাড়ী হইতে আল হেরা হাফেজীখানা পর্যন্ত বৃক্ষরোপন, ৩) নলবুনিয়া খালের গোড়া হইতে আইয়ুব মেম্বারের বাড়ী হইয়া জাইকা রোর্ড পর্যন্তবৃক্ষরোপন, ৪) কললুন খালের দুই পার দিয়ে বৃক্ষরোপন, ৫) ভড়ভুড়িয়া খালের দুই পাড় দিয়ে বৃক্ষরোপন, ৬) তালবাড়িয়া মন্দির হতে গাং হেনচি প্রাইমারী স্কুল পর্যন্ত।
রেইন ওয়াটার হার্ভেষ্টিংঃ
১) ৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে।
সোলার স্থাপনঃ
১) ভড়ভুড়িয়া জামে মসজিদে সোলার স্থাপন, ২) উত্তর মোল্যাপাড়া জামে মসজিদে সোলার স্থাপন, ৩) ভড়ভুড়িয়া পাঞ্জেগানা মসজিদে সোলার স্থাপন, ৪) বাদুড়িয়া জামে মসজিদে সোলার স্থাপন, ৫) বাদুড়িয়া প্রাইমারী স্কুলে সোলার স্থাপন, ৬) দঃপঃ আটুলিয়া দূর্গা মন্দিরে সোলার স্থাপন, ৭) তালবাড়িয়া প্রাইমারী স্কুলে সোলার স্থাপন, ৮) মাগুরাকুনি কালী মন্দিরে সোলর স্থাপন, ৯) পূর্ব তালবাড়িয়া প্রাইমারী স্কুলে সোলার স্থাপন।
ওয়ার্ড নং-৫
কাঁচা রাস্তাসংস্কারঃ
১) দঃপঃ আটুলিয়া দুনের ধারে ..মন্ডলের বাড়ী হইতে রতন মন্ডলের বাড়ী পর্যন্ত, ২) দঃপঃ আটুলিয়া জুববার গাইনের বাড়ী হইতে চার ছিলের মাথা পর্যন্তমাটির কাজ, ৩) দঃপঃ আটুলিয়া কার্তিক মন্ডলের বাড়ীর পাশের রাস্তাসংস্কার অর্ধেক।
ইটের সোলিং রাসত্মাঃ
১) দঃপঃ আটুলিয়া আব্দুল গফ্ফার ঢালীর বাড়ী হতে নিবারন মন্ডলের বাড়ী পর্যন্তইটের সোলিং করন, ২) দঃপঃ আটুলিয়া নিবারন মন্ডলের বাড়ী হতে চরের বিল খেয়াঘাট পর্যন্তইটের সোলিং করন, ৩) দঃপঃ আটুলিয়া বাজার হতে রতন মন্ডলের বাড়ী পর্যন্তইটের সোলিং করন, ৪) দঃপঃ আটুলিয়া বিশ্বাস বাড়ীর পাশ দিয়ে ইটের সোলিং অর্ধেক।
কালভার্টঃ
১) দঃপঃ আটুলিয়া পুনের গোড়ায় কালভার্ট না থাকায় সমস্যা অত্র...কালভার্ট নির্মান, ২) দঃপঃ আটুলিয়া চরের বিলে আতিয়ার সানার বাড়ীর পাশে কালভার্ট নির্মান, ৩) দঃপঃ আটুলিয়া চার সিলের মাথায় কালভার্ট নির্মান, ৪) ঢালী বাড়ী মসজিদ থেকে সাইক্লোন সেন্টার পর্যন্তরাস্তানির্মান, ৫) পশ্চিম আটুলিয়া বাজার থেকে লোকমানের বাড়ী পর্যন্ত রাস্তানির্মান, ৬) পশ্চিম আটুলিয়া সামনের রাস্তানির্মান।
মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় সংস্কারঃ
১) আটুলিয়া ঢালী বাড়ী হাফিজিয়া মাদ্রাসার মাঠ ভরাট ও সংস্কার প্রয়োজন, ২) আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ এ সাইক্লোন সেন্টার প্রয়োজন, ৩) পশ্চিম আটুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের প্রয়োজন, ৪) দক্ষিন আটুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট।
পুকুর খনন বা সংস্কারঃ
১) চরের বিলের দিঘী সংস্কার, ২) সমতা গুচ্ছ গ্রাম এর দিঘীর পাড় বাঁধা ও কাটানো, ৩) আটুলিয়া আঃ কাদের স্কুল এন্ড কলেজের পুকুরের পাড় বাধ ও কাটানো, ৪) রীতা মেম্বারের বাড়ীর খাবার পানির পুকুর সংস্কার।
পি এসএফ তৈরী বা সংস্কারঃ
১) সমতা গুচ্ছ গ্রামের দিঘী, ২) চরের বিলে দিঘী।
কমিউনিটি ক্লিনিকঃ
১) আটুলিয়া আঃ কাদের কলেজের পাশে কমিউনিটি ক্লিনিক।
নলকুপ স্থাপন বা সংস্কারঃ
১) বৈদ্য বাড়ী ছাদেক গাজী, ২) দঃপঃ আটুলিয়া মিস্ত্রি বাড়ী, ৩) চরের বিলের পু.......মাষ্টার, ৪) কয়াল বাড়ী, ৫) চন্দ্র মন্ডলের বাড়ী, ৬) মুজিবর ঢালীর বাড়ী, ৭) আমজাদ ঢালী, ৮) গাজী পাঞ্জেগানা মসজিদে, ৯) কলাম গাজী, ১০) হামজার সরদার বাড়ী, ১১) গাইন বাড়ী, ১২) কদম গাজীর বাড়ী, ১৩) সাদেক গাজী, ১৪) ভাটাই মন্ডলের বাড়ী নলকুপ, ১৫) জববার ঢালীর বাড়ী, ১৬) জবেদ ঢালীর বাড়ী, ১৭) কেদার মন্ডলের বাড়ী, ১৮) আদু মন্ডলের বাড়ী, ১৯) কার্তিক মন্ডলের বাড়ী, ২০) বিশ্বাস বাড়ী, ২১) মুনছুর গাজীর বাড়ী, ২২) মুনসুর গাজী ও ওয়াজেদ গাজীর বাড়ী, ২৩) বাবু সরদার, ২৪) ইসমাইল মো্যলার বাড়ী, ২৫) মুজিবর গাজীর বাড়ী, ২৬) গুচ্ছ গ্রাম মোসলেম ঢালীর বাড়ী নলকুপ স্থাপন।
মসজিদ ও মন্দির সংস্কারঃ
১) দঃপঃ আটুলিয়া গাজী বাড়ী মসজিদ সংস্কার, ২) দঃপঃ আটুলিয়া ঢালী বাড়ী মসজিদ সংস্কার, ৩) চরের বিলের পুরাতন মসজিদ সংস্কার ও মাটি ভরাট, ৪) চরের বিলের নতুন মসজিদে মাটি ভরাট ও সংস্কার, ৫) গাজী বাড়ী পাঞ্জেগানা মসজিদ মাটি ভরাট ও সংস্কার, ৬) বাসমত্মী মন্দিরের মাঠ ভরাট করন, ৭) ঢালী বাড়ী মসজিদের মাঠ উচু করন, ৮) মুজিবুর ঢালী কবরস্থান ভরাট, ৯) কার্তিক মন্ডলের কৃষ্ণ মন্দিরের মাঠ ভরাট, ১০) পশ্চিম আটুলিয়া কালী মন্দিরের মাঠ ভরাট, ১১) কেদার মন্ডলের বাড়ী শ্বশান ঘাট ভরাট, ১২) আদি মন্ডলের বাড়ীর শ্বশান ঘাট ভরাট, ১৩) কাত্বিক মন্ডলের বাড়ীর শ্বশান ঘাট ভরাট, ১৩) দঃপঃ আটুলিয়া বৈদ্য বাড়ী মন্দির সংস্কার, ১৪) দঃপঃ আটুলিয়া দোপার বাড়ী মন্দির সংস্কার, ১৫) নরেন মিস্ত্রির বাড়ী মন্দির সংস্কার, ১৬) নিবারন মন্ডলের বাড়ী কালী মন্দির সংস্কার, ১৭) দঃপঃ আটুলিয়া বিহারী মন্ডলের বাড়ী কালী মন্দির সংস্কার, ১৮) আদু মন্ডলের বাড়ী হরি মন্দির সংস্কার, ১৯) কার্তিক মন্ডলের বাড়ী কালী মন্দির ও কৃষ্ণ মন্দির সংস্কার।
ঈদগাহ সংস্কারঃ
১) দঃ পঃ আটুলিয়া ঈদগাহ মাট ভরাট
শশ্মন সংস্কার বা নির্মানঃ
১) মনোক কুমার মমত্মালয় বাড়ী ১টি শস্মান ঘাট নিমার্ন, ২) শুধাংশু মন্ডলের বাড়ী পলেস্নশ্নন মাঠ নিমার্ন।
আশ্রম সংস্কার নিমানঃ
১) ঢালি বাড়ী কবর স্থান ও মাঠ ভরাট এবং প্রাচীর, ২) ইউনুচ গাজী বাড়ী কবর স্থান মাঠ ভরাট, ৩) রফিকুল ঢালীর বাড়ী কবর স্থান মাঠ ভরাট, ৪) গাজী বাড়ীর কবর স্থান মাঠ ভরাঠ ও প্রাচীর নিমার্ন, ৫) শহয়ালী ঢালীর বাড়ীর মাঠ ভরাট ও প্রাচীর নিমার্ন, ৬) চয়ের রিলের সানা বাড়ীর কবর স্থান মাঠি ভরাট এবং প্রচীর নির্মান।
ক্লাবা সাংস্কৃতিক/ বিভন্ন সংগঠনঃ
১) দঃপঃ আটুলিয়া রাসেল সৃতি সংঘ ক্লাব সংস্কার, ২) আটুলিয়া আঃ কাদের স্কুল এ্যন্ড কলেজের পোষ্ঠ অফিস নির্মান।
হাট বাজারঃ
১) পঃ আটুলিয়া হাট বাজার সংস্কার
খেয়াঘাটঃ
১) কবির হাট খেয়ামাট সংস্কার ।
সুইস গেটঃ
১) ৮০ নং প্রাথমিক বিদ্যলয়ের পাশে সুইচ গেট নির্মান, ২) ৪০ নং দঃ আটুলিয়া প্রাথমিক বিদ্যলয়ের পাশে সুইচ গেট নির্মান, ৩) সমতা গুছ গ্রামের মোসলেম ডালির বাড়ীর পাশে সুইচ গেট নির্মান।
রেইন ওয়াটার হার্ভেষ্টিংঃ
১) ৮০ নং প্রাইমারী স্কুল নির্মান, ২) ৪০ নং দঃ আটুলিয়া প্রাথমিক বিদ্যালয়, ৩) সমতা গুছ প্রাস মোসলেম ঢালীর বাড়ী প্রায়োজন।
উচঁস্থান/মাটির কেলস্নাঃ
১) ৮০ নং সরকারী প্রাথমিক বিদ্যলয়ে একটি মাটি কেলস্নায় বা উচু স্থান দয়াদ পুকুর খনন, ২) সমতা গুছ গ্রামের পুকুর পুনঃ খনন, ৩) শহীদ গাজী বাড়ীর পুকুর খনন, ৪) ইউনুছ ঢালীর পুকুর পুনঃখনন।
ওয়ার্ড নং-৬
কাঁচা রাস্তানির্মান/সংস্কারঃ
১) হাওয়ালভাঙ্গী বিল্লাল দোকানদার এর বাড়ী হতে সুয়েদ গাজীর বাড়ী পর্যন্তপাকা রাস্তার দুই ধারে মাটির কাজ, ২) হাওয়ালভাঙ্গী মোর্তজা গাজীর বাড়ী হতে দাউদ সরদারের বাড়ী পর্যন্তমাটির কাজ, ৩) হাওয়ালভাঙ্গী পিচের রাস্তাহতে নুরালীর বাড়ী হয়ে মোছাক গাজীর বাড়ী পর্যন্তমাটির কাজ, ৪) হাওয়ালভাঙ্গী পিচের রাস্তাহতে মহববত গাজীর ঘের পর্যন্তমাটির কাজ, ৫) হাওয়ালভাঙ্গী মজিবার সরদারের বাড়ী হইতে নলতলা প্রাইমারী স্কুল পর্যন্তমাটির কাজ, ৬) হাওয়ালভাঙ্গী বায়তুল মোকররম জামে মসজিদের মাঠে মাটি ভরাট, ৭) হাওয়ালভাঙ্গী পিচের রাস্তাহতে মজিদ গাজীর ঘের পযন্তমাটির কাজ, ৮) হাওয়ালভাঙ্গী মোকছেদ গাইনের বাড়ি হতে হাবিব সরদারের বাড়ি পর্যন্তমাটির কাজ, ৯) হাওয়ালভাঙ্গী ফজলু বদ্দীর বাড়ি হতে মহববত গাজীর বাড়ি পর্যন্তমাটির কাজ।
ইটের সোলিং রাস্তাঃ
১) হাওয়ালভাঙ্গী কূলেস্নাল পাড়া দাউদ সরদারের বাড়ি হতে মোর্তজা গাজীর বাড়ি পর্যন্তইট সোলিং করন, ২) হাওয়ালভাঙ্গী ফজলু বদ্দীর বাড়ি হতে চার ছিলে মহববতের ঘের পর্যন্তইট সোলিং করন, ৩) হাওয়ালভাঙ্গী মোকছেদ গাইনের বাড়ি হতে হাবিব সরদারের বাড়ি পর্যন্তইট সোলিং করন, ৪) হাওয়ালভাঙ্গী নবাব আলীর বাড়ি হতে ছহিলের বাড়ীর কালভাট পর্যন্তইট সোলিং করন, ৫) হাওয়ালভাঙ্গী প্রাণ মিস্ত্রির বাড়ি হতে হরি মন্দির পর্যন্তইট সোলিং করন, ৬) হাওয়ালভাঙ্গী জলিল গাইনের বাড়ি হতে সুয়েদ গাইনের বাড়ি পর্যন্তইট সোলিং করন, ৭) হাওয়ালভাঙ্গী পিচের রাস্তাহতে গোলজার চৌকিদার পাড়া পর্যন্তইটের সোলিং করন, ৮) হাওয়ালভাঙ্গী কাশেম গাজীর বাড়ি হতে মোসত্মফা গাজীর বাড়ি পর্যন্তইট সোলিং করন, ৯) হাওয়ালভাঙ্গী মজিবর সরদারের ঈদগাহ পর্যন্তইট সোলিং করন, ১০) হাওয়ালভাঙ্গী মজিবর সরদারের ঈদগাহ থেকে নলতলা স্কুল পর্যন্তইট সোলিং করন, ১১) হাওয়ালভাঙ্গী পিচের রাস্তাহতে কমিউনিটি ক্লিনিক পর্যন্তইট সোলিং করন।
কালভাটঃ
১) হাওয়ালভাঙ্গী কুলেস্নান খালে ফরজ সরদার এর বাড়ির সামনে কালভাট সংস্কার, ২) হাওয়ালভাঙ্গী মারফুতুলস্নাহ এর বাড়ির সামনে কালভাট নির্মান, ৩) হাওয়ালভাঙ্গী মহিলা মাদ্রাসার কামরম্নলের বাড়ির সামনে কালভাট নির্মান, ৪) হাওয়ালভাঙ্গী ওফেজ উদ্দিন গাজীর বাড়ির সামনে কালভার্ট সংস্কার, ৫) হাওয়ালভাঙ্গী লাওভাঈা খালে কালভার্ট নির্মান, ৬) হাওয়ালভাঙ্গী আব্দুল হাই সরদারের বাড়ির সামনে কালভার্ট সংস্কার, ৭) হাওয়ালভাঙ্গী ইব্রাহীমের বাড়ির সামনে কালভার্ট সংস্কার, ৮) মজিবর সরদারের ঈদগাহের সামনে কালভার্ট সংস্কার, ৯) মোর্তজার বাড়ির সামনে ছোট কালভার্ট নির্মান।
মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় সংস্কারঃ
১) হাওয়ালভাঙ্গী সোহালিয়া মাদ্রাসার ছাদ পাকা করন, ২) হাওয়ালভাঙ্গী প্রাইমারী স্কুল সংস্কার।
খাল খননঃ
১) হাওয়ালভাঙ্গী পায়রামারী খাল কামরম্নল গাজীর বাড়ি হতে নগরবাটি রাসত্মা পযমর্ত্ম খাল খনন, ২) হাওয়ালভাঙ্গী ডায়নির খাল হতে লাউডাঙ্গা খাল খনন, ৩) হাওয়ালভাঙ্গী দাউদ সরদারের বাড়ি হতে মোর্তজা গাজীর বাড়ি পর্যন্তখাল খনন, ৪) হাওয়ালভাঙ্গী নলঝুরিয়া খাল খনন, ৫) হাওয়ালভাঙ্গী সামাদ গাজীর বাড়ির সামনে হইতে বদ্দী বাড়ি চারছিলে পর্যন্তখাল খনন, ৬) হাওয়ালভাঙ্গী মজিবর মেম্বর বাড়ি হতে জুলফিকার বাড়ি পর্যন্তখাল খনন।
পুকুর খনন /সংস্কারঃ
১) হাওয়ালভাঙ্গী গাজী বাড়ি জামে মসজিদ পুকুর খনন, ২) হাওয়ালভাঙ্গী মোসত্মফা গাজীর পুকুর খনন, ৩) হাওয়ালভাঙ্গী গোলাপ ও খালেক গাজীর পুকুর খনন, ৪) হাওয়ালভাঙ্গী মিস্ত্রি বাড়ি মৃতঃ গরেন মিস্ত্রির পুকুর খনন, ৫) হাওয়ালভাঙ্গী সামুদালীর পুকুর খনন, ৬) হাওয়ালভাঙ্গী হাকীম আলীর পুকুর খনন, ৭) সোহালিয়া মাদ্রাসার পুকুর খনন, ৮) হাওয়ালভাঙ্গী ইউনুচ আলী গাজীর পুকুর খনন, ৯) হাওয়ালভাঙ্গী জলিল গাইনের পুকুর খনন, ১০) হাওয়ালভাঙ্গী সাওার ছালাম এর পুকুর খনন, ১১) হাওয়ালভাঙ্গী মোকছেদ গাইনের পুকুর খনন
নলকূল স্থাপন / সংস্কারঃ
১) হাওয়ালভাঙ্গী বায়তুল মোকরাম জামে মসজিদের নলকূপ স্থাপন, ২) হাওয়ালভাঙ্গী গাজী বাড়ী জামে মসজিদ নলকূপ স্থাপন, ৩) হাওয়াভাঙ্গী গনি গাজীর পাঞ্জেগানা মসজিদে নলকূপ স্থাপন, ৪) হাওয়ালভাঙ্গী মাহমুদ সরদার বাড়ি জামে মসজিদ নলকূপ স্থাপন, ৫) হাওয়ালভাঙ্গী মতি সরদারের বাড়ি জামে মসজিদ নলকূপ স্থাপন, ৬) কুলপাড়া পাঞ্জেগানা মসজিদ নলকূপ স্থাপন, ৭) হাওয়ালভাঙ্গী চৌহরানিয়া মাদ্রাসার নলকূপ স্থাপন, ৮) হাওয়ালভাঙ্গী প্রাইমারী স্কুলে নলকূপ স্থাপন, ৯) কাছারী ব্রীজ হতে হাওয়ালভাঙ্গী চাররাসত্মা মোড় এ নলকূপ স্থাপন, ১০) হাওয়ালভাঙ্গী বেলাল দোকানদারের বাড়ি হতে সৈয়দ গাইনের বাড়ি পর্যমত্ম পাইপ লাইন স্থাপন, ১১) হাওয়ালভাঙ্গী মোহাম্মদ মিস্ত্রির দোকান হতে জাহঙ্গীরের বাড়ি পর্যমত্ম পানির পাইপ লাইন প্রয়োজন, ১২) হাওয়ালভাঙ্গী বায়তুল মোকরাম মসজিদ হতে জলিল গাইনের বাড়ি পর্যন্তপানির পাইপ লাইন স্থাপন, ১৩) বায়তুল মোকরাম মসজিদ হতে ডাঃ ইউনুস গাজীর বাড়ি পর্যন্তপাইপ লাইন স্থাপন, ১৪) কুলেস্নান পাড়া পাঞ্জেগানা মসজিদ হতে মোর্তজা গাজীর পর্যন্তপাইপ লাইন স্থাপন, ১৫) মিস্ত্রির বাড়ি হরি মন্দিরে নলকূপ স্থাপন, ১৬) হাওয়ালভাঙ্গী কমিউনিটি ক্লিনিকের নলকূপ সংস্কার।
মসজিদ ও মন্দির সংস্কার ও নির্মানঃ
১) হাওয়ালভাঙ্গী গাজী বাড়ি জামে মসজিদ পাকা করণ, ২) হাওয়ালভাঙ্গী আমজেদ সরদারের বাড়ি জামে মসজিদ পাকা করণ, ৩) হাওয়ালভাঙ্গী মতি সরদারের পাঞ্জেগানা মসজিদ পাকা করণ, ৪) হাওয়ালভাঙ্গী কুলনপাড়া পাঞ্জেগানা মসজিদ পাকা করণ, ৫) হাওয়ালভাঙ্গী মিস্ত্রি বাড়ি হরি মন্দির পাকা করণ।
কবর স্থানঃ
১) হাওয়ালভাঙ্গী কাদের চেয়ারম্যান কবর স্থান উচু করণ, ২) হাওয়ালভাঙ্গী তমেজ গাজীর কবর স্থান উচু করন, ৩) হাওয়ালভাঙ্গী কোমর উদ্দিন কবর স্থান উচু করন, ৪) হাওয়ালভাঙ্গী চৌকিদার কবর স্থান উচু করন, ৫) পাচু গাজীর কবর স্থান উচু করন, ৬) হাওয়ালভাঙ্গী আদল গাইনের কবর স্থান উচু করন, ৭) ওসমান সরদার কবর স্থান উচু করন, ৮) হাওয়ালভাঙ্গী ওমেজ সরদার কবর স্থান উচু করন, ৯) হাওয়ালভাঙ্গী সবদাল গাইন কবর স্থান উচু করন, ১০) হাওয়ালভাঙ্গী খতিব সরদারের কবর স্থান উচু করন, ১১) হাওয়ালভাঙ্গী মোজাহার গাজীর বাড়ি কবর স্থান উচু করন।
বাঁশের সাঁকো পুনঃ সংস্কারঃ
১) হাওয়ালভাঙ্গী মোক্তার দোকানদার এর বাড়ির সামনে বাঁশের সাঁকো সংস্কার, ২) হাওয়ালভাঙ্গী সুরত গাজীর বাঁশের সাঁকো সংস্কার, ৩) দাউদের বাড়ির সামনে বাঁশের সাঁকো সংস্কার, ৪) মারফাতুলস্নাহগাইন বাড়ির সামনে বাঁশের সাঁকো সংস্কার, ৫) হাওয়ালভাঙ্গী মতি সরদার পাঞ্জেগানার সামনে বাঁশের সাঁকো নির্মান, ৬) দাউদ সরদারের বাড়ির সামনে বাঁশের সাঁকো সংস্কার, ৭) হাওয়ালভাঙ্গী সরদার বাড়ি খুকি দোকানদারের বাড়ির সামনে বাঁশের সাঁকো সংস্কার, ৮) হাওয়ালভাঙ্গী মুছা সরদার বাড়ির সামনে বাঁশের সাকো নির্মান, ৯) হাওয়ালভাঙ্গী আঃ ছাওার গাজীর বাড়ির সামনে বাঁশের সাকো নির্মান।
ল্যাটিনঃ
১) হাওয়ালভাঙ্গী মাহমুদ সরদারের বাড়ি জামে মসজিদে ল্যাটিন স্থাপন।
ওয়ার্ড নং-৭
কাঁচা রাস্তানির্মান ও সংস্কারঃ
১) বড়কুপট মালীবাড়ি হতে বায়তুল্যাহ জামে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার, ২) বড়কুপট মালিবাড়ি একতা স্পোটিং ক্লাব LGD রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কার, ৩) তালবাড়িযা ইমান আলী গাইনেরবাড়ি হইতে তালবাড়িয়া প্রাইমারী স্কুল পর্যন্ত কাচা রাস্তা সংস্কার, ৪) নন্দলাল পাইকের বাড়ী হইতে বিরেন হাউলীর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, ৫) ঈশ্বর মন্ডলের বাড়ী হইতে নিলপদ মন্ডলের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।
ইটের সোলিং রাস্তাঃ
১) বড়কুপট শংকর বাড়ি পরিতোষ মন্ডলের বাড়ি হইতে LGDরাস্তাপর্যন্তরাস্তাসোলিং করন, ২) বড়কুপট শংকর বাড়ি হইতে খোন্তাকাটা সুইচ গেট পর্যন্তরাস্তাপাকা করন, ৩) তালবাড়িয়া পূর্ব মাথা ইটের সোলিং হতে গাং হেনচি পর্যন্তইটের সোলিং করন, ৪) হেনচি ব্রীজ হইতে গোলাম বাবীর বাড়ি পর্যন্তইটের সোলিং ও মাটি সংস্কার, ৫) হরিন টানা হইতে তালবাড়িয়া পর্যন্তরাস্তায় মাটি ভরাট ও ইটের সোলিং করন, ৬) বড়কুপট পিযুজ ডাক্তারের বাড়ির সামনে রাস্তাইটের সোলিং করন, ৭) আড়পাংগাশিয়া গোবিন্দ পাইক বাড়ি হইতে বঙ্গবন্ধু স্কুল পর্যন্ত রাস্তা সংস্কার ও ইটের সোলিং করন, ৮) বড়কুপট অজিত মন্ডলের বাড়ি হইতে প্রাইমারি স্কুল পর্যন্ত, ৯) ইশ্বর মন্ডলের বাড়ি হইতে নিলপদ মন্ডলের বাড়ি পর্যন্ত ইট সোলিং।
প্রাথমিক বিদ্যালয় সংস্কারঃ
১) দঃ বড়কুপট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট, ২) ১৭ নং বীরসিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও সাইক্লোন সেন্টার।
খাল খননঃ
১) সোবহান সরদারের বাড়ি হতে বায়ান্ন ঝিলে পর্যমত্ম হেনচি খাল খনন।
পুকুর খনন ও সংস্কারঃ
১) বড়কুপট তারাপদ বৈদ্যের পুকুর সংস্কার, ২) বড়কুপট সুবাস বৈদ্যের পুকুর সংস্কার, ৩) বড়কুপট ইশ্বর পাড়ার সুপেয় পানির পুকুর ও ঘাট পাকা করন, ৪) তালবাড়িয়া ঘোষের পুকুর সংস্কার, ৫) তপন মন্ডলের বাড়ির পুকুর সংস্কার।
পি,এস,এফ তৈরী ও সংস্কারঃ
১) বয়ারসিং তপন মন্ডলের বাড়ির পি,এস,এফ সংস্কার, ২) পঞ্চানন পাইকের বাড়ির পি,এস,এফ সংস্কার।
নলকূপ স্থাপন ও সংস্কারঃ
১) তালবাড়িয়া শ্রী শ্রী বলরাম মন্দিরের সামনে নলকূপ স্থাপন, ২) বয়ারসিংহ প্রাথমিক বিদ্যালয়ের নলকূপ স্থাপন।
পানির জন্য পাইপ লাইনঃ
১) ৭নং ওয়ার্ডের জনগনের সুপেয় পানির জন্য পাইপ লাইনের ব্যবস্থা করা, ২) হেনচি হয়ে আড়পাংগাশিয়া ও বয়ারসিংহ হয়ে ঈশ্বর মন্ডলের বাড়ী পর্যন্তসুপেয় পানির পাইপ লাইন ব্যবস্থা করা।
মন্দির সংস্কারঃ
১) দঃ বড়কুপট শ্রী শ্রী রাধা কৃষ্ণ মিলন মন্দির সংস্কার, ২) তালবাড়িয়া শ্রী শ্রী বলরাম সার্বজনীন দূর্গা মন্দির সংস্কার, ৩) দঃ বড়কুপট সার্বজনীন দূর্গা মন্দির সংস্কার, ৪) বয়ারসিংহ রঘুনাথ মন্ডলের বাড়ীর মন্দির সংস্কার, ৫) বয়ারসিংহ রাধা গোবিন্দ মন্দির ও কালী মন্দির সংস্কার, ৬) তালবাড়িয়া মনি হার্সির দূর্গা মন্দির সংস্কার।
মসজিদ সংস্কার ও নির্মানঃ
১) বড়কুপট পাঞ্জেগানাসমাজ সংস্কার, ২) বয়ারসিংহ কয়াল বাড়ি মসজিদ সংস্কার, ৩) বড়কুপট মালিবাড়ী বায়তুস সালাম মসজিদ সংস্কার।
ব্রীজঃ
১) ১৭ নং বীর সিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রীজ নির্মান।
পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহঃ
১) বড়কুপট মালি বাড়ি হইতে শরৎ মাষ্টার বাড়ি পর্যন্ত, ২) ইশ্বর মন্ডলের পুকুর হইতে ফজর মাষ্টার বাড়ি পর্যন্তপাইপ লাইন দক্ষিনবড়কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত।
ওয়ার্ড নং-৮
কাঁচা রাসত্মা নির্মানঃ
১) সোয়ালিয়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয় হইতে আঃ আজিজ মাঝির বাড়ি পর্যন্তরাস্তার উচু করন, ২) বয়ারসিংহ গাইন বাড়ির কবর স্থান ভরাট ।
ইটের সোলিং রাস্তাঃ
১) ছালাম মেম্বরের বাড়ি হইতে কোরবানের বাড়ি পর্যন্তইটের সোলিং করন, ২) কালিপদ মন্ডলের বাড়ি হইতে খগেনের বাড়ি পর্যন্তইটের সোলিং করন, ৩) আজিজ ঘোরামির বাড়ি হইতে রফিকুল সরদারের বাড়ি পর্যন্তইটের সোলিং করন, ৪) আনসার ঘোরামির বাড়ি হইতে কাশেম ঘোরামির বাড়ি পর্যন্ত সোলিং তৈরি, ৫) খলিল গাজীর বাড়ি হইতে কাশেম দর্জির বাড়ি পর্যন্তইটের সোলিং করন ।
খাল খননঃ
১) সোয়ালিয়া খাস খাল খনন ।
খাবার পানি সরবরাহঃ
১) বক্কার ঢালির বাড়ি হইতে খাওয়ার পানির পাইপ লাইন বৃদ্ধি করন ।
পুকুর খনন বা সংস্কারঃ
১) সোয়ালিয়া গনি মোড়লের পুকুর সংস্কার, ২) সোয়ালিয়া সাত্তার ঘোরামির পুকুর সংস্কার, ৩) সোয়ালিয়া শহিদুল গাজীর পুকুর সংস্কার, ৪) সোয়ালিয়া মাহাবুবুর রহমানের পুকুর সংস্কার, ৫) সোয়ালিয়া আঃ মান্নানের খাওয়ার পানির পুকুর খনন, ৬) সোহালিয়া রববানী চৌকিদারের খাওয়ার পানির পুকুর সংস্কার, ৭) সোহালিয়া আঃ সাইদুল ইসলাম গাজীর খাওয়ার পানির পুকুর খনন, ৮) সোহারিযা আঃ হক গাইনের বাড়ির খাবার পানির পুকুর খনন।
পুকুরের ঘাট নির্মানঃ
১) কালিপদ মন্ডলের পুকুরের ঘাট নির্মান, ২) সোহালিয়া আইজ উদ্দিন গাজীর খাওয়ার পানির পুকুরের ঘাট নির্মান, ৩) সোহালিয়া আকবার আমিনের খাওয়ার পানির পুকুরের ঘাট নির্মান, ৪) সাপের দুনে ঈদগাহের পুকুরের ঘাট নির্মান, ৫) সোহালিয়া আজিজ বিশ্বাসের খাওয়ার পানি পুকুরের ঘাট নির্মান।
নলকুপ স্থাপন বা সংস্কারঃ................................................
রেইন ওটার হার্ভেষ্টিংঃ
১) সাপেরদুনে সোয়ালিয়া বয়ারসিংহ রেজিঃ প্রাথঃ বিদ্যালয়ে মাঠে রেইন আটার ট্যাংকি নির্মান, ২) সোয়ালিয়া হাফিজিয়া ম্যাদ্রাসার মাঠে রেইন অটার ট্যাংকি নির্মান, ৩) ৮৯ নং উঃ ছোটকুপট সরকারী প্রাথঃ বিদ্যালয় মাঠে রেইন ওয়াটার ট্যাংকি নির্মান।
বাঁশের পুল নির্মানঃ
১) সোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে পুল নির্মান, ২) সাপের দুনে কামরম্নল দর্জির বাড়ির সামনে পুল নির্মান ।
ভিটা উচুকরনঃ
১) সোয়ালিয়া গ্রামে সাজিদা খাতুন / স্বামী ফজলু ঘোরামী, ২) সোয়ালিয়া গ্রামে কৃষ্ণপদ মন্ডলের বাড়ি, ৩) সোয়ালিয়া গ্রামে রেসমা খাতুন স্বামী সাত্তার গাজী বাড়ি, ৪) সোয়ালিয়া গ্রামে করিমন বিবি স্বামী অমেদ আলি ঘোরামী, ৫) সোয়ালিয়া গ্রামে নাছিমা খাতুন স্বামী ইসহাক ঘোরামী।
ল্যাট্রিন স্থাপনঃ
১) সুভাষ চন্দ্র মন্ডল, ২) মানিক মন্ডল, ৩) ধন্য মন্ডল, ৪) শহিদুল ইসলাম মোড়ল, ৫) সালাম ঘোরামী, ৬)কহিনুর খাতুন/স্বামী আবুল হোসেন, ৭) মাহাবুর রহমান গাজী, ৮) ওলিল বিশ্বাস, ৯) ববিতা রানী মন্ডল, ১০) বকুল বিবি, ১১) আলেয়া খাতুন, ১২) ফজলু হক গাজী, ১৩) সামসুর রহমান গাজী, ১৪) রানু খাতুন/মৃতঃ শওকাদ গাজী, ১৫) মিন্টু গাজী/মৃতঃ সহরাব গাজী, ১৬) সাজিদা খাতুন/ফজলু, ১৭) হাফিজা খাতুন/মৃতঃ মোহার আলি, ১৮) মাহাফুজা খুতুন/অবিয়ার, ১৯) হালিমা খাতুন/মুরাত ঘোরামী, ২০) সিদ্দিক গাজী, ২১) কাশেম মিস্ত্রি, ২২) সাহেব আলি।
কবর স্থান ভরাটঃ
১) দফাদার বাড়ির কবর স্থান ভরাট, ২) মানিক গাজীর বাড়ি কবর স্থান ভরাট, ৩) মৃতঃ আয়জউদ্দিন গাজীর কবর স্থান ভরাট, ৪) মোড়ল বাড়ি কবর স্থান ভরাট, ৫) ঘোরামী বাড়ি কবর স্থান ভরাট, ৬) সালাম মেম্বরের বাড়ি কবর স্থান ভরাট, ৭) মৃতঃ বাহাদূর গাজীর বাড়ির কবর স্থান ভরাট, ৮) আলম সরদারের বাড়ির কবর স্থান ভরাট, ৯) বয়ারসিংহ কবর স্থান ভরাট, ১০) বয়ারসিংহ বিশ্বাস বাড়ি কবর স্থান ভরাট, ১১) বয়ারসিংহ করপদার বাড়ি কবর স্থান ভরাট।
ওয়ার্ড নং-৯
মাটির কাজঃ
১) দলিল উদ্দীন গাজীর বাড়ী হইতে ভড়ভুড়িয়া খাল পর্যন্তমাটির কাজ, ২) মালিপাড়া মাজার বাল্লাহইতে জোমাত সানার বাড়ী হইয়া নেছার মালির বাড়ী পর্যন্তমাটির কাজ, ৩) হেনচি ব্রীজ হইতে এমদাদ বিশ্বাসের বাড়ী পর্যন্তমাটির কাজ, ৪) মজিদ দোকান্দারের বাড়ী হইতে রাজ্জাক মোড়লের বাড়ী পর্যন্তমাটির কাজ, ৫) ছোটকুপট ছাত্তার গাইনের বাড়ী হইতে আলমানার মসজিদ পর্যন্তইটের সোলিং রাস্তার দুই ধারে মাটির কাজ ও পাইলিং নির্মান।
ইট সোলিংঃ
১) ছোটকুপট আব্দুল গাজীর বাড়ী হইতে কানাই পাড়ার মসজিদ হইয়া দলিল উদ্দীনের বাড়ী পর্যন্তইট সোলিং করন, ২) যোগিন্দ্রনগর ইট সোলিং রাস্তাহইতে সহির বিশ্বাসের বাড়ী পর্যমত্ম ইট সোলিং করন, ৩) আবুল মালির বাড়ী হইতে জোমাত সানার বাড়ী পর্যন্তইট সোলিং করন, ৪) মজিদ মালীর দোকান হইতে রাজ্জাক এর বাড়ী পর্যন্তইট সোলিং, ৫) সাপেরদুনে গোড়ায় দেলবার সরদারের সাকো হইতে ভড়ভুড়িয়া খাল পর্যন্তইট সোলিং, ৬) যোগিন্দ্রনগর কাটবুনিয়া কালভার্ট হইতে রম্নহুল আমিন গাজীর বাড়ী পর্যন্তইট সোলিং, ৭) যোগিন্দ্রনগর ইট সোলিং রাস্তাহইতে এমদাদ বিশ্বাসের বাড়ী পর্যন্তইট সোলিং, ৮) কাঠবুনিয়া নেছার সরদারের বাড়ী হইতে জলিল মিস্ত্রীর বাড়ী পর্যন্তইট সোলিং।
পুকুর পুনঃখননঃ
১) ছোটকুপট গফফার গাজীর পুকুর পনঃখনন, ২) ছোটকুপট জিয়াদ গাজীর পুকুর পুনঃখনন, ৩) মোসত্মফা মালির পুকুর পুনঃখনন, ৪) ছুরাত মাষ্টারের পুকুর পুনঃখনন, ৫) আবুল গাজীর পুকুর পুনঃখনন, ৬) মোবারেক বিশ্বাসের পুকুর পুনঃখনন, ৭) মোঃ ওলিউর সরদারের পুকুর পুনঃখনন, ৮) যোগিন্দ্রনগর ডিস্ট্রিক বোর্ডের বড় পুকুর পুনঃ খনন।
মাঠ ভরাটঃ
১) ৪১নং স্কুল এর মাঠ ভরাট, ২) ছোটকুপট কমিউনিটি ক্লিনিকের মাঠ ভরাট, ৩) গাজী পাড়া কবর স্থানে মাটি ভরাট, ৪) মালিপাড়া কবর স্থানে মাটি ভরাট।
খাওয়ার পানিঃ
১) বিড়ালাক্ষীথেকে পাইপ লাইনের মাধ্যমে ছোটকুপট ও যোগিন্দ্রনগর খাওয়ার পানি সরবরাহ, ২) আঃ মাজেদ গাজীর খনন করা পুকুরে পি,এস,এফ সংস্কার, ৩) ছোটকুপট মাওঃ আহম্মদ আলীর খনন করা পুকুরে পি,এস, এফ নির্মান।
বাঁশের সাকো নির্মান ও সংস্কারঃ
১) সাপেরদুনের গোড়ায় বাঁশের সাকো নির্মান, ২) যোগিন্দ্রনগর বাবলু গাজীর বাড়ীর সামনে বাঁশের সাকো সংস্কার, ৩) ছোটকুপট কানাই গাজীর মসজিদের সামনে সাকো সংস্কার, ৪) যোগিন্দ্রনগর আহম্মদ গাজীর বাড়ীর সামনে সাকো নির্মান, ৫) যোগিন্দ্রনগর এমদাদ বিশ্বাসের বাড়ীর সামনে সাকো নির্মান।
কালভার্ট নির্মান ও সংস্কারঃ
১) ছোটকুপট মাজার বালস্নায় কালভার্ট নির্মান, ২) ছোটকুপটন মুনছুর মালির বাড়ীর সামনে কালভার্ট নির্মান, ৩) ছোটকুপট মিজানুর ডাক্তারের বাড়ীর সামনে কালভার্ট নির্মান, ৪) হেঞ্চি ব্রীজের রেলিং ও ছাদ সংস্কার, ৫) কাঠবুনিয়া খালের কালভার্টের ছাদ সংস্কার, ৬) ফেসাখালির খালের কালভার্টের উপরের দুই পাশের ওয়াল সংস্কার, ৭) ছোটকুপট ৪১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রীজ নির্মান।
রিজার্ভ পানির ট্যাংকি নির্মানঃ
১) ৪১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ২) ২০নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ৩) কমিউনিটি ক্লিনিকে।
অক্সফ্যাম এর অর্থায়নে সুশীলন এর বাস্তবায়নে রি-কল প্রকল্প কতৃক ২০১৩-১৪ অর্থবছরের বাস্তবায়িত কাজ সমুহঃ
ক্রঃনং | কাজের বিবরণ | সংখ্যার পরিমান | ওয়ার্ড নং |
1. | কন্টিজেন্সি স্টক কর্মসূচি ( দুর্যোগের মালামাল বিতরন) | ০২ টি স্থানে ( গাং হেঞ্চি,সুদিন-১৩ এবং আড়পাঙ্গাশিয়া,সুদিন-২২) | ০৪,০৭ নং |
2. | বসতভিটা আঙ্গিনা উচুঁ করন কর্মসূচী | ৬টি পরিবার | ০৭ নং |
3. | রাস্তায়সামাজিকবনায়ন | ২০০০টি আকাশমনি.শিশু ফুল,নিম,০১টি করে। তালবাড়ীয়া মন্দির হতে গাং হেঞ্চি প্রাথমিক বিদ্যালয় পর্যমত্ম ০১কিঃ রাসত্মায় | ০৪,০৭, নং |
4. | স্যানিটারী ল্যাট্রিন স্থাপন | ৫০ টি পরিবার | ০২,০৪,০৮,০৭,০৯ নং |
5. | পুকুর পুনঃ খনন কর্মসূচি | ০৯টি ১) বয়ারসিং আবুল হোসেনের পুকুর, ২) যোগিন্দ্রনগর মাজেদ গাজীর পুকুর, ৩) যোগিন্দ্রনগর রাজ্জাক গাজীর পুকুর, ৪) মাগুরা কুনি ডাঃ মনোরঞ্জন রায়ের পুকুর, ৫) ছোটকুপট মেজবাউল আলমের পুকুর, ৬) ভড়ভড়িয়া সুরাত গাইনের পুকুর, ৭) ভড়ভড়িয়া রহমতুলস্নাহ গাইনের পুকুর, ৮) ভড়ভড়িয়া শফিকুল ইসলামের পুকুর, ৯) তালবাড়ীয়া দিপক মন্ডলের পুকুর | ০৪,০৭,০৮,০৯ নং |
6. | রেইন ওয়াটার হার্ভেষ্টিং স্থাপন | ০২টি ( মাগুরাকুনি,তালবাড়ীয়া ) | ০৪,০৭ নং |
7. | পি এস এফ স্থাপন | ০১টি ( গাং হেঞ্চি,সুদিন-১৩) | ০৪নং |
8. | স্কুল ল্যাট্রিন স্থাপন | ০২ টি ( হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এবং ৪৩ নং হেঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয়) | ০৭ নং |
9. | ধানের প্রদর্শনী পস্নট কর্মসূচি কর্মসূচি | ১২ জন | ০২,০৯ নং |
10. | সবজি চাষ কর্মসূচি | ৭০টি পরিবার | ০২,০৪,০৭,০৮,০৯ নং |
11. | মাসরম্নম চাষ | ০৯ জন | ০২নং |
12. | মন্দিরের মাঠ উচঁ করন কর্মসুচি | ০১টি বয়ারসিংহ,পূর্ব মা মনোষা মন্দির | ০৭ নং |
13. | ছাগল বিতরণ কর্মসূচি | ০৭টি পরিবার ০৩টি করে। | ০২,০৪,০৮,০৭,০৯ নং |
14. | হাঁস পালন কর্মসূচি | ১০ টি পরিবার | ০৪, নং |
15. | গরম্ন পালন কর্মসুচি | ০৩টি | ০৪,০৭,০৯ নং |
16. | কাঁকড়া চাষ | ১০টি পরিবার | ০৪,০৭, নং |
17. | শপিং ব্যাগ তৈরী সহায়তা কর্মসূচি | ০৩জন | ০৯নং |
18. | দুর্যোগের মহড়া | ০১টি, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় | ০৭ নং |
19. | প্রশিক্ষণ | এগারধরণেরপ্রশিক্ষণমোট৫৪১জন।যেমনঃদুর্যোগব্যবস্থাপনা, গ্রামীনস্বাস্থ্যসেবিকা, দুর্যোগকালীনঅনুসন্ধানওউদ্ধারবিষয়ক, ব্যবসাপরিকল্পনা, এলএসপি,আধুনিকপদ্ধতিতেধানচাষ,সবজিচাষ,কাঁকড়াচাষ,সামাজিকআইনওন্যায়বিচার, হসত্মশিল্পএবংজেন্ডারবিষয়কপ্রশিক্ষণ,গার্মেন্টসপ্রশিক্ষণ,সিবিওলিডারদেরদক্ষতাউন্নয়ন,জলবায়পরিবর্তনএবংদুর্যোগব্যবস্থাপনাসংক্রামত্মনীতিমালাএবংনাগরিকঅধিকারবিষয়ক,এ্যামব্রডারী,মাসরম্নমচাষ,WASH বিষয়কপ্রশিক্ষণইত্যাদিবিষয়বিভিন্নমেয়াদেপ্রশিক্ষণপ্রদানকরাহয়। | ০২,০৪,০৭, ০৮,০৯ নং |
সুশীলন এর বাস্তবায়নে পরিবর্তন প্রকল্প কতৃক ২০১৩-১৪ অর্থবছরের বাস্তবায়িত কাজ সমুহ
কাজের ধরণ | কাজের নাম | সংখ্যা |
পাইলটিং কাজ | ধান-মাছ-সবজী চাষ | ০১ |
বৃষ্টিরপানি সংরক্ষনাগার-নিরাপদআশ্রয়-পুষ্টি বাগান | ০২ | |
জ্বালানী স্বাশ্রয়ী চুলা-কাঠ বাগান-পুষ্টি বাগান | ০৩ | |
কমিউনিটি প্রটেকশন-পরিবার পর্যায়ে গাছ লাগানো-১০টি পরিবার | ১৫০টি গাছ | |
সচেতনতা বৃদ্ধিমুলক কাজ | ইউডিএমসিকমিটিরপ্রশিক্ষণ | ০১ |
গ্রামভিক্তিক আপদকালীন কর্মপরিকল্পনা তৈরি | ১০ | |
গ্রামভিক্তিক ডিআরআর এন্ড সিসিএ কর্মপরিকল্পনা তৈরি | ১০ | |
কমিউনিটি সেশন অন ডিআরআর এন্ড সিসিএ | ১০ | |
স্কুল সেশন অন ডিআরআর এন্ড সিসিএ | ১৪ | |
কমিউনিটি ট্রেনিং অন ডিআরআর এন্ড সিসিএ | ১০ | |
জিপিটি ট্রেনিং অন ডিআরআর এন্ড সিসিএ | ১০ | |
পরিবর্তন ষ্টুডেন্ট ফোরাম র্যালী অন ডিআরআর এন্ড সিসিএ | ০৩ | |
ছবি-নাটক প্রদর্শনী অন ডিআরআর এন্ড সিসিএ | ০১ | |
ইউনিয়ন লেভেল কোঅর্ডিনেশন মিটিং অন ডিআরআর এন্ড সিসিএ | ০২ |
পূর্ববর্তী বছরের বাজেট সমূহঃ